ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফিদের সামনে রেটিং পয়েন্ট বাড়ানোর সুযোগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪
মাশরাফিদের সামনে  রেটিং পয়েন্ট বাড়ানোর সুযোগ ছবি: উজ্জ্বল ধর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বসুন্ধরা সিমেন্ট  তিন ম্যাচের টেস্ট সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইট  ওয়াশ করে টেস্ট র‌্যাকিংয়ে  প্রথমবারের মতো নয়  নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।    শুক্রবার থেকে  বসুন্ধরা সিমেন্ট  পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে চটগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

এই সিরিজ শুরু আগেও  র‌্যাকিংয়ের হিসেবে নিকেশ মাথায় রাখতে হচ্ছে দুদলের অধিনায়ককে।

আইসিসির ওয়ানডে র‌্যাকিংয়ে ৬৯ রেটিং পয়েন্ট নিয়ে  বাংলাদেশের অবস্থান নবম। অন্যদিকে  ৫৮ রেটিং পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ের অবস্থান দশ নাম্বারে।

টেস্ট সিরিজের মতো  ওয়ানডে সিরিজেও যদি  সফরকারিদের ধবল ধোলাই করতে পারে তবে স্বাগতিকদের রেটিং পয়েন্ট বেড়ে যাবে। ফলে ব্যবধান কমে আসবে র‌্যাকিংয়ের আট এবং সাত  নাম্বারে থাকা নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। দুদলের রেটিং পয়েন্ট ৯৬। এই সিরিজ ৫-০ তে জিতলে  মাশরাফির দলের রেটিং পয়েন্ট হবে ৮০।

অন্যদিকে ৪-১ ব্যবধানে সিরিজ জিতলেও  জিম্বাবুয়ের চেয়ে ১৭ পয়েন্ট এগিয়ে থাকবে টাইগাররা।

অন্যদিকে  বাংলাদেশকে পেছনে ফেলতে হলে  সিরিজের সবকটি  ম্যাচ জিততে হবে  জিম্বাবুয়েকে।   তবে টেস্ট সিরিজে  হোয়াইট ওয়াশ হয়ে মানসিকভাবেই অনেকটাই পিছিয়ে আছে সফরকারিরা।

বাংলাদেশ সময় ১৬২৪ ঘন্টা,  ২০ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।