ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিরিজ জিতে নিল ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৪
সিরিজ জিতে নিল ভারত ছবি: সংগৃহীত

ঢাকা: পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটিও জিতে নিল ভারত। হায়দ্রাবাদের এ ম্যাচে টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে ৬ উইকেটে।

ফলে, ৫ ম্যাচের সিরিজে ৩-০তে এগিয়ে গেল বিরাট কোহলির ভারত।
 
টসে জিতে আগের দুই ম্যাচ হারা লংকান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ব্যাট করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে ৪৮.২ ওভারে লংকানরা অলআউট হওয়ার আগে করে ২৪২ রান। দলের হয়ে সর্বোচ্চ রান আসে মাহেলা জয়াবর্ধনের ব্যাট থেকে। তিনি ১২৪ বলে ১২টি চার আর একটি ছয়ে করেন ১১৮ রান।
 
এছাড়া ওপেনিংয়ে নামা দিলশান করেন দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ রান। ২৯ রান করে আউট হন সেকুজে প্রসন্ন।
 
ভারতের হয়ে ৪টি উইকেট নেন উমেশ যাদব। এছাড়া ৩টি উইকেট পান আসকর প্যাটেল।
 
২৪৩ রানের সহজ জয়ের টার্গেটে ভারত ৪ উইকেট হারিয়ে ৩৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায়। দলের জয়ে বড় ভূমিকা রাখেন ৯১ রান করে কুলাকেসারার বলে উইকেটের পিছনে ধরা দেয়া ওপেনার শিখর ধাওয়ান। তিনি মাত্র ৭৯ বলে ৮টি চার আর একটি ছয় হাঁকিয়ে ইনিংসটি সাজান।
 
এছাড়া ভারত দলপতি কোহলি করেন ৫৩ রান। ৩৫ রান করেন আম্বাতি রাইডু, ৩১ রান করেন আরেক ওপেনার অজিঙ্কা রাহানে।
 
ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন জয়াবর্ধনে।

 বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, ০৯ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।