ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লংকান নারী ক্রিকেটারদের কুপ্রস্তাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪
লংকান নারী ক্রিকেটারদের কুপ্রস্তাব ছবি: সংগৃহীত

ঢাকা: দলে নিজেদের আসন পাকা করার জন্য নির্বাচকদের কুপ্রস্তাব পেলেন শ্রীলঙ্কার মহিলা ক্রিকেটাররা। আর যৌন কেলেঙ্কারির এ ঘটনার অভিযোগ করেছে খোদ ক্রিকেটাররাই।

বোর্ডের কয়েকজন নির্বাচককে দোষী সাব্যস্ত করে তারা এ অভিযোগ তুলেছে।

দেশটির বিভিন্ন মিডিয়ায় এ খবর আসার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আর এ ঘটনা জানাজানি হলে লংকান ক্রিকেট বোর্ড নড়েচড়ে বসে।

এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে বোর্ড সূত্রে জানা যায়।

লংকান বিভিন্ন মিডিয়া থেকে জানা যায়, নির্বাচকদের ‘সন্তুষ্ট’ রেখে দলে জায়গা পাওয়ার জন্য ক্রিকেটারদের কুপ্রস্তাব করেছে বোর্ডের কয়েকজন।

শ্রীলঙ্কার জাতীয় দলের (পুরুষ) প্রধান নির্বাচক সনাথ জয়সুরিয়া, সহকারী প্রেসিডেন্ট মোহান ডি সিলভা এবং ক্রিকেট বোর্ডের সেক্রেটারি রানাতুঙ্গা এ ব্যাপারটি খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ২৯ অক্টোবর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।