ঢাকা, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০২ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

রাওয়ালপিন্ডিতে ‘কামব্যাক’ করার আশা জাকের আলীর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
রাওয়ালপিন্ডিতে ‘কামব্যাক’ করার আশা জাকের আলীর জাকের আলী/সংগৃহীত ছবি

দুবাইয়ে ভারতের বিপক্ষে ঠিকঠাক লড়াই করতে পারেনি বাংলাদেশ। বিশেষ করে ব্যাটিংয়ের দুর্বলতা ছিল চোখে পড়ার মতো।

৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। এরপর তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিকের ব্যাটে যা একটু লড়াইয়ের দেখা মিলেছে। আর তাতে ২২৮ রান করতে পেরেছিল দল।

টাইগারদের পরের ম্যাচটি হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। এখানেই ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে লড়বে শান্তবাহিনী। রাওয়ালপিন্ডির পিচ সাধারণত ব্যাটিং বান্ধব হয়। সেখানে বাংলাদেশ ভালো করবে, এমন আশা প্রকাশ করলেন জাকের আলি।  

ভারতের বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেন, 'পাকিস্তানের উইকেটে, আমি আশা করি তারা (দলের ব্যাটাররা) রান করতে পারবে। ওপেনিং বা টপ অর্ডারে যদি বড় রান আসে, তাহলে কাজটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। উইকেট যদি ভালো হয়, আমরা ভালো ফলাফলের আশা করি। আমরা পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দেখেছি এবং (পাকিস্তানের) উইকেট ভালো মনে হয়েছে। '

জাকের আরও বলেন, 'আমি এখনো মনে করি, আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। আমরা আরও ভালো করতে পারি। প্রথম ম্যাচের বাজে (৩৫/৫) পরিস্থিতির পর দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, এখান থেকে নেওয়ার আছে অনেক কিছু। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আমাদের এখন সতর্ক থাকতে হবে এবং কাজগুলো ঠিকঠাক করতে হবে। '

ভারতের বিপক্ষে দলের বিপর্যয়ের সময় ৬৮ রানের দারুণ এক ইনিংস খেলেন জাকের এবং হৃদয়ের সঙ্গে তার জুটিতে আসে ১৫৪ রান। হৃদয় দেখা পান ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরির। কিন্তু শেষ পর্যন্ত তাদের এই বীরত্ব ঢাকা পড়ে যায় শুবমান গিলের কীর্তিতে। দারুণ এক সেঞ্চুরিতে ভারতকে জয়ের বন্দরে নিয়ে যান গিল।  

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।