ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

চোট নিয়ে মাঠ ছাড়ার আগে রেকর্ড ভাঙলেন বুমরাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
চোট নিয়ে মাঠ ছাড়ার আগে রেকর্ড ভাঙলেন বুমরাহ জশপ্রীত বুমরাহ/ছবি: এএফপি

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে যশপ্রীত বুমরাহ একমাত্র ভারতীয় বোলার, যাকে থামানোর উপায় খুঁজে পাচ্ছিল না অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়া না পারলেও, চোট ঠিকই তাকে মাঠের বাইরে ঠেলে দিল।

স্ক্যান করাতে স্টেডিয়াম ছেড়ে হাসপাতালেও যেতে হয়েছে তাকে।  

তবে বুমরাহর চোট কতটা গুরুতর, তা এখনও জানা যায়নি। মাঠ ছাড়ার আগে চলতি সিডনি টেস্টের দ্বিতীয় দিন লাঞ্চের পর এক ওভার বোলিং করেন তিনি। এরপর বিরাট কোহলিকে অধিনায়কত্বের দায়িত্ব বুঝিয়ে দিয়ে হাসপাতালে যান বুমরাহ। এর আগে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ব্যাটে রান না পাওয়ায় নিজেকে সরিয়ে নেন এই টেস্ট থেকে।

সিরিজের বাকি সব ম্যাচের মতো বুমরাহ আজও বল হাতে আগুন ঝরাচ্ছিলেন। অস্ট্রেলিয়ার প্রথম ৫ উইকেটের ২টিই তার দখলে যায়। সিরিজে তার উইকেটসংখ্যা এখন ৩২টি! অস্ট্রেলিয়ার মাটিতে এক টেস্ট সিরিজে এত উইকেট আর কোনো ভারতীয় বোলারের নেই। এর আগে ১৯৭৭/৭৮ সিরিজে ৩১ উইকেট পেয়েছিলেন ভারতীয় স্পিন কিংবদন্তি বিষেন সিং বেদি।

বুমরাহর চোটে পড়া অজিদের জন্য সুখবর হয়ে আসার কথাই ছিল। কিন্তু তা হয়নি। ৩১তম ওভারে শেষবার বোলিং করে তিনি যখন বের হয়ে যান, তখন অস্ট্রেলিয়ার হাতে ছিল ৫ উইকেট। কিন্তু পরের ২০ ওভারে বাকি উইকেট তুলে নিয়েছেন বুমরাহর সতীর্থ বোলাররা। এর মধ্যে ২ উইকেট করে নিয়েছেন প্রসিধ কৃষ্ণা ও নীতীশ রেড্ডি, আর ১টি গেছে মোহাম্মদ সিরাজের ঝুলিতে।  

এর আগে গতকাল নিজেদের প্রথম ইনিংসে ১৮৫ রান তুলতে পেরেছিল ভারত। জবাবে আজ অস্ট্রেলিয়া দিনের দ্বিতীয় সেশনের মধ্যেই ৫১ ওভারে ১৮১ রানে অলআউট হয়েছে। ফলে ভারত লিড পেয়েছে ৪ রানের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৪৬ রান তুলেছে ভারত। স্বাগতিকদের চেয়ে তারা এগিয়ে ৫০ রানে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।