ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবের জন্য ‘আবার চেষ্টা’ করবে বিসিবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৫
সাকিবের জন্য ‘আবার চেষ্টা’ করবে বিসিবি সাকিব আল হাসান

সাকিব আল হাসান টেস্টকে বিদায় বলতে চেয়েছিলেন মিরপুর থেকে। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই টেস্ট খেলতে দেশেই আসতে পারেননি তিনি।

দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকার আনুষ্ঠানিকভাবে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায়ও বলা হয়নি।  

৫ আগস্ট রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর তার আর দেশে ফেরা হয়নি। সবশেষ তিনি খেলেছিলেন ভারতের বিপক্ষে সিরিজে। এখন সাকিবের ক্যারিয়ার একরকম অনিশ্চয়তার মুখে। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবেন কি না সেই ধোঁয়াশাও কাটেনি।  

এ নিয়ে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, ‘সাকিবকে নিয়ে আরেকবার চেষ্টা করব চ্যাম্পিয়নস ট্রফির আগে। এটা নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব। ’

‘সাকিব এখনও তো অবসর নেয়নি। তেমন কোনো কিছু হয়নি সাকিবের। চেষ্টা না, এটা হলো গিয়ে সাকিব এখনও যদি অবসর নিয়ে নিতো..তাহলে বলতাম ও আর নাই। ওর যে ইস্যুগুলো আছে, মাঝেমধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে কীভাবে সেটা কী করা যায়। ’

‘আমার সাহায্য করা কোনো ব্যাপার না। এটা আমি আগেও বলছি, এখনও বলছি। এটা শুধুমাত্র সরকারি পর্যায় যদি কোনো নির্দেশনা আসে, ওর যে সমস্যাগুলো আছে; ওগুলো যদি ঠিক করতে পারে। তাহলেই কিন্তু আমার মনে হয় এটা একটা ব্যাপার সিদ্ধান্ত নিতে পারে। তারপর তার ফিটনেস, মানসিক অবস্থা, নির্বাচক কমিটি আছে তারা সিদ্ধান্ত নেবে। ’

আগামী ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানে হবে চ্যাম্পিয়নস ট্রফি। এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে। দলের শক্তি বাড়াতে সাকিবকে তাই দরকারই হওয়ার কথা।  

তাকে ঘিরে নির্বাচকদের আগ্রহ আছে কি না জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন, ‘চাহিদা থাকলেও তো কিছু করতে পারবে না। কারণ এটা তো একটা জাতীয় ইস্যু। এটা নির্বাচকরা চাইলে করা যায় না। ’

বাংলাদেশ সময় : ২১০১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৫
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।