ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

তাসকিনের দুই ওভার কাটিয়ে দিতে চেয়েছিলেন উসমান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৫
তাসকিনের দুই ওভার কাটিয়ে দিতে চেয়েছিলেন উসমান তাসকিন আহমেদ/সংগৃহীত ছবি

আগের ম্যাচেই তাসকিন আহমেদ পেয়েছিলেন ৭ উইকেট। চিটাগাং কিংসের বিপক্ষেও দ্বিতীয় বলেই উইকেট পেয়ে যান।

যদিও এরপরই ৬৩ বলে ১২০ রানের জুটি গড়েন উসমান খান ও গ্রাহাম ক্লার্ক। চিটাগাং কিংসও পায় ২১৯ রানের বড় সংগ্রহ।  

দলটির হয়ে সেঞ্চুরি পান উসমান খান। ৬২ বলে ১২৩ রান করে ১৯তম ওভারে গিয়ে আউট হন তিনি। ম্যাচশেষে উসমান জানিয়েছেন, শুরুতে দুর্বার রাজশাহীর তাসকিনের বল দেখে খেলেছিলেন তিনি। ওই দুই ওভারে ১১ রান দেন তাসকিন।  

এরপর তিনি বোলিংয়ে আসেন ১৭তম ওভারে। মাঝে সেঞ্চুরি করে ফেলেন উসমান। নিজের শেষ ওভারে এসে উসমানকে আউট করেন তাসকিনই। ম্যাচশেষে পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তানি ব্যাটার জানিয়েছেন, তাসকিনকে দেখে খেলার কথা।  

তিনি বলেন, ‘সবার আগে আল্লাহপাকের দরবারে শুকরিয়া জানাই। খুব উপভোগ করেছি। উইকেট ভালো ছিল। আমার ভাবনা ছিল লম্বা ইনিংস খেলব। সেভাবেই চেষ্টা করেছি। ’ 

‘জুটিও ভালো ছিল। বিষয়টা এমন ছিল যে, তাসকিন আহমেদ ভালো বোলার, তাই ওর ওভারগুলো কাটিয়ে দিতে হবে। দুই ওভার ভালো করেছিল। এরপর যখন ব্যাটে-বলে লাগতে শুরু করল, লম্বা খেলার পরিকল্পনা করেছি। তাই আল্লাহ্‌র কাছে শুকরিয়া। ’

এবারের বিপিএলে নিজের অভিজ্ঞতা জানিয়ে উসমান বলেন, ‘অনেক বেশি মজা করছি আমরা। (চট্টগ্রামে) এর আগেও আমি খেলেছি আমি। ম্যানেজমেন্ট খুব ভালো তাই খুব উপভোগ করছি। ’

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৫
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।