ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

গ্রিন টপে বোল্যান্ডের বোলিংয়ে অস্ট্রেলিয়ার দাপুটে দিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৫
গ্রিন টপে বোল্যান্ডের বোলিংয়ে অস্ট্রেলিয়ার দাপুটে দিন কোহলিকে ফেরানোর পর কোহলির উদযাপন। ছবি: সংগৃহীত

শেষ বেলায় এসে যেন পরের দিনের টিজার দিয়ে রাখলেন জাসপ্রিত বুমরাহ ও স্যাম কনস্টাস। তাই সিডনি টেস্ট থেকে চোখ সরানোর উপায় নেই ক্রিকেট ভক্তদের।

 

সেই ঝাঁজালো মুহূর্তটি বাদ দিলে পুরো দিনে আধিপত্য ছিল অস্ট্রেলিয়ারই। সিরিজ নির্ধারণী লড়াইয়ে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে ১৮৫ রানে গুটিয়ে দেয় স্বাগতিকরা। পরে দিনশেষ করে ১ উইকেটে ৯ রান নিয়ে। স্যাম কনস্টাস অপরাজিত আছেন ৭ রান নিয়ে।  

দিনের শেষ বলে স্লিপে থাকা লোকেশ রাহুলের হাতে ক্যাচ দেন আরেক ওপেনার উসমান খাজা (২)। তার আগের বলে অবশ্য বুমরাহর সঙ্গে তর্কে জড়ান কনস্টাস। তবে খাজাকে আউটের পর তার দিকে বুমরাহর তেড়ে যাওয়াই বলে দেয় লড়াই এখনো শেষ হয়নি!

শেষটা বুমরাহর হলে শুরুটা ছিল স্কট বোল্যান্ডের। সবুজে ঘেরা (গ্রিন টপ) উইকেটে বল হাতে আলো ছড়ান তিনি। বাজে ফর্মের কারণে অধিনায়ক রোহিত শর্মা একাদশ থেকে সরে দাঁড়ালেও ভারতের ব্যাটিংয়ের চিত্র বদলায়নি। সর্বোচ্চ ৪০ রান আসে ঋষভ পন্তের ব্যাট থেকে। এছাড়া রবীন্দ্র জাদেজা ২৬ ও বুমরাহ করেন ২২ রান।

অজিদের হয়ে ৩১ রানে সর্বোচ্চ ৪ উইকেট নেন বোল্যান্ড। এছাড়া মিচেল স্টার্ক তিনটি ও প্যাট কামিন্সের শিকার দুটি করে উইকেট।  

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।