ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

৭ উইকেট পাওয়া ভাবনার বাইরে ছিল না তাসকিনের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
৭ উইকেট পাওয়া ভাবনার বাইরে ছিল না তাসকিনের ছবি: সংগৃহীত

দুই ওপেনারকে ফিরিয়ে গিয়েছিলেন নিজের প্রথম স্পেলে। কিন্তু তখনও কি তাসকিন আহমেদ ভেবেছিলেন ইনিংসে পাবেন ৭ উইকেট? শুধু তখন নয়, তিনি নাকি ভেবেছিলেন ম্যাচ শুরু হওয়ার আগেই।

বিপিএলের ইতিহাসেও নিজের নাম নিয়ে গেছেন তাসকিন।  

এখন বিপিএলের সেরা বোলিং ফিগারটি এই পেসারেরই। প্রথম স্পেলে দুই উইকেট পাওয়ার পর ১৭তম ওভারে আরও দুটি ও শেষ ওভারে পান তিন উইকেট। এত উইকেট পাওয়ার কথা ম্যাচের আগেও একজনকে বলে এসেছিলেন তাসকিন, সংবাদ সম্মেলনে এসে তিনি জানিয়েছেন এমন।

তাসকিন বলেন, ‘ভাবছি। আসলে না ভাবলে হইতো না। হ্যাঁ, উইকেট একটু ভাগ্যেরও সহায় হইতে হয় কিন্তু আমি খুশি যে বোলিংয়ে যেটা করতে চাচ্ছি, সেটা হচ্ছে। আসলে ভালো বোলিং করতে পারাটাই গুরুত্বপূর্ণ। উইকেট তো অনেক সময় দুইটা কম হয়, দুইটা বেশি হয়। আল্লাহর কাছে শুকরিয়া। ’ 

‘আজকে একটা মজার বিষয় ছিল যে আমাদের দলের মেসোয়ার আনোয়ার বলতেছিল যে ভাইয়া তুমি আজকে চার উইকেট পাবা। আমি বললাম চাচ্ছিস যেহেতু আল্লাহর কাছে বেশিই চেয়ে ফেল, ৮ উইকেটও তো হইতে পারে। ৭ উইকেট পেয়ে গেছি আজকে। আমি আমার পরিকল্পনা প্রয়োগ করতে পারছি এবং জিতছি। ভালো লাগতেছে। ’

তাসকিন শুধু বিপিএলই নয়, টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসেও নিজের নাম খোদাই করেছেন। তৃতীয় বোলার হিসেবে এই ফরম্যাটে ইনিংসে সাত উইকেট নিয়েছেন তিনি। নিজের বোলিংয়ের এক বল বাকি থাকতেই সাত উইকেট পূর্ণ হয়েছিল তার। আরও একটি উইকেট নেওয়ার সুযোগও ছিল তাসকিনের সামনে।

এ নিয়ে তিনি বলেন, ‘আসলে লোভে যাই নাই। বেশি লোভে গেলে দেখা গেল হাফভলি হতে পারত। তখন বলছি একেকটা ওয়ান বোলারের টাইমে আমি ক্লিয়ার ছিলাম। পরিস্থিতি অনুযায়ী কী করা দরকার এবং সেটা করতে পারছি। ভালো লাগছে যে না যখনই অধিনায়ক আমাকে বিশ্বাস করে নিয়ে আসছে, ব্রেক থ্রু এনে দিতে পারছি। ’

‘ফাইফার তো যে কোনো ফরম্যাটে অনেক স্পেশাল। কারণ অনেকবার তিন উইকেট, চার উইকেট পাইছি কিন্তু উইকেটের সঙ্গে ভাগ্যও লাগে পাঁচটা পাইতে। আলহামদুল্লিলাহ এটা আমার জন্য বড় পাওয়া। যেহেতু আমি বাংলাদেশের ছেলে বিপিএলের ইতিহাসে আমার একটা নাম থাকবে খেলা ছাড়ার পরও, এটা আমার জন্য একটা গর্বের মুহূর্ত। ’

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৫
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।