ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

টিকিট না পাওয়ার ক্ষোভে কাউন্টারে আগুন-ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
টিকিট না পাওয়ার ক্ষোভে কাউন্টারে আগুন-ভাঙচুর আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি: সংগৃহীত

বিপিএলের টিকিট নিয়ে অসন্তোষ যেন কাটছেই না । টুর্নামেন্টের তৃতীয় দিনে এসেও টিকিট নিয়ে ক্ষোভ দেখা গেছে দর্শকদের মধ্যে।

মিরপুর-১০ নম্বর সংশ্লিষ্ট একটি কাউন্টারে তারা আগুনও দিয়েছেন। ভাঙচুর চালানো হয়েছে সুইমিং ফেডারেশনের স্থাপনায়ও। অথচ বৃহস্পতিবার ঢাকা ক্যাপিটালস-দুর্বার রাজশাহী ম্যাচে স্টেডিয়ামের ভেতরের অর্ধেক আসনই ছিল খালি।  

এবার বিপিএলের বেশির ভাগ টিকিটই অনলাইনে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। কিন্তু এ নিয়ে পর্যাপ্ত প্রচারণা হয়নি টুর্নামেন্ট শুরুর আগে। দর্শকদের ক্ষোভের মুখে সম্প্রতি অনলাইনে এ নিয়ে প্রচার শুরু করেছে বিসিবি। কিন্তু তাতেও অসন্তোষ কাটেনি।

বিপিএল টিকিট কোথায় পাওয়া যাবে তা টুর্নামেন্ট শুরুর ২৪ ঘণ্টা আগে জানানো হয়। সেদিন দর্শকদের বিক্ষোভের পর এই ঘোষণা দেয় বিসিবি। এরপর বিপিএলের আগের দুটি ম্যাচের দিনও দর্শকদের অসন্তোষ ছিল টিকিট নিয়ে।  

বৃহস্পতিবার সকাল থেকে মিরপুর-১০ নম্বর বুথের সামনে জড়ো হতে থাকেন দর্শকরা। এক পর্যায়ে টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ হন তারা। অনেকেই কাউন্টারের বাঁশ খুলে নিয়ে সুইমিং ফেডারেশনের সামনের গেটে ভাঙচুরের চেষ্টা করেন।  

এক পর্যায়ে কয়েকজন দর্শক কাউন্টারে আগুন দিয়ে দেন। পুড়ে যায় কাউন্টারটি। সুইমিং কমপ্লেক্সের গ্লাসও ভাঙচুর করেন দর্শকরা। এর কিছুক্ষণ পর পুলিশ এসে দর্শকদের সরিয়ে দেন। পরিস্থিতি স্বাভাবিক করতে লাঠিচার্জ করে পুলিশ ।  

বাংলাদেশ সময় : ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫ 
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।