ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে যা বললেন বিসিবি প্রধান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৫
বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে যা বললেন বিসিবি প্রধান

বিপিএল ঘিরে এবার নানারকমের আয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বড় কনসার্ট, বিনামূল্যে পানি আর স্টেডিয়াম সাজানো হয়েছে গ্রাফিতিতে।

অথচ টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ক্রিকেটাররা পাননি তাদের প্রাপ্য পারিশ্রমিক।  

নিয়ম অনুযায়ী ক্রিকেটারদের পারিশ্রমিকের একটি অংশ বিপিএল শুরুর আগেই দিতে হয় ফ্র্যাঞ্চাইজিগুলোকে। কিন্তু তা করেনি তারা। এ নিয়ে জানতে চাওয়া হয়েছিল বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে। বুধবার মিরপুরে তিনি সামনে এনেছেন পরিস্থিতিকে।  

ফারুক বলেন, ‘একদম ডে ওয়ান থেকে যোগাযোগ করা তাদের বলা যে টাকাটা দিতে হবে। যেভাবে আমরা গিয়েছি। আসলে আপনি যদি একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিন্তা করেন এটা না কেন, এই উত্তর কিন্তু আমি এক কথায় দিতে পারব না। ’

‘গত চার মাসের পরিস্থিতি দেখতে হবে আমার সবার তরফ থেকে। এর মানে এই না যে খেলোয়াড়রা পয়সা পাবে না। আলাদা পদক্ষেপ নিয়েছি, তাদের বলছি, প্রেসিডেন্ট হিসেবে তাদের সঙ্গে সরাসরি কথা বলছি। কিছু করার চেষ্টা করছি ফ্র্যাঞ্চাইজিদের জন্য যাতে ফিল করে যে বোর্ড দেখবে। ফ্র্যাঞ্চাইজিরা কিন্তু আমাদের পার্টনার। তারা কিন্তু টাকা খরচ করছে ক্রিকেটের উন্নয়নের জন্য। ’

এবারের বিপিএলে ‘নতুন’ কিছু করার কথা বিসিবি সভাপতি হওয়ার পর থেকে বলে আসছিলেন ফারুক আহমেদ। তবে বিসিবির আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছেন তারকা ক্রিকেটার তামিম ইকবাল। কনসার্টে নয়, ক্রিকেটে বিনিয়োগের পরামর্শ দিয়েছিলেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৫
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।