ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্যাটারকে ‘টাইমড আউট’ করেও ফেরালেন মিরাজ, পরের বলেই ‘গোল্ডেন ডাক’!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
ব্যাটারকে ‘টাইমড আউট’ করেও ফেরালেন মিরাজ, পরের বলেই ‘গোল্ডেন ডাক’! ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

প্রতিপক্ষের ব্যাটারকে 'টাইমড আউট' করলেন মেহেদী হাসান মিরাজ। কিছুক্ষণ পরে আবার তিনি নিজেই ব্যাটারকে ডেকে ফিরিয়ে আনলেন।

এরপরের বলে মুখোমুখি হয়ে সেই ব্যাটার মারলেন 'গোল্ডেন ডাক'! এই ঘটনা যারা চাক্ষুষ করেছেন, তাদের অনেকে এটিকে বলছেন 'সার্কাস'!

ঘটনাটি আজ বিপিএলের চতুর্থ ম্যাচের। যেখানে খুলনা টাইগার্সের মোকাবিলা করছে চিটাগাং কিংস। চট্টগ্রামের দলীয় ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলে আউট হয়ে ফেরেন হায়দার আলী। এরপর মাঠে নামলেও বোলার মোহাম্মদ নওয়াজের মুখোমুখি হওয়ার ক্ষেত্রে দেরি করে ফেলেন ও’কনেল।  

বিষয়টি খেয়াল করে আম্পায়ারের কাছে আউটের আবেদন করে রাখেন খুলনার অধিনায়ক মিরাজ। ও'কনেল ক্রিজে আসার পর আম্পায়ার তাকে আউটও দেন। আইসিসির নিয়ম অনুযায়ী, সময়ক্ষেপণ করায় নিজেই নিজেকে আউট করে ক্রিজ ছাড়েন তিনি। তবে ড্রেসিংরুমে ফেরার পথে সিদ্ধান্ত বদলে তাকে ফেরান মিরাজ।  

ও'কনেল যখন মাঠে নামেন, তখন ৫৬ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে চট্টগ্রাম। সম্ভবত এ কারণেই মিরাজ সিদ্ধান্ত বদলে ব্যাটারকে ফেরান। তবে জীবন পেয়েও কিছু করতে পারেননি আইরিশ ব্যাটার। ফিরতি বলেই 'গোল্ডেন ডাক' মেরেছেন তিনি। সেই ক্যাচও আবার নিয়েছেন মিরাজ নিজেই।

এমসিসির ৪০.১.১ ধারা অনুযায়ী, ‘উইকেট পতনের পর কিংবা ব্যাটসম্যান রিটায়ার্ড হওয়ার পর নতুন ব্যাটসম্যান ৩ মিনিটের মধ্যে পরবর্তী বলের মুখোমুখি হতে প্রস্তুত হবেন। এই শর্ত পূরণ করতে না পারলে নতুন ব্যাটসম্যান আউট হবেন বা টাইমড আউট। ’

'টাইমড আউট' স্বীকৃত হলেও এর চর্চা নেই বললেই চলে। গত ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুসকে 'টাইমড আউট' করে হইচই ফেলে দিয়েছিলেন বাংলাদেশের তখনকার অধিনায়ক সাকিব আল হাসান। সেটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে 'টাইমড আউটের' প্রথম ঘটনা। এবার বিপিএলও সাক্ষী হলো এমন ঘটনার।

ও'কনেলের এই 'টাইমড আউটের' ম্যাচে তার দল হেরেছে বড় ব্যবধানেই। তাদেরকে ৩৭ রানে হারিয়েছে খুলনা। আগে ব্যাট করে খুলনা ২০৪ রানের লক্ষ্য দিয়েছিল। যা তাড়া করতে নেমে ১৬৬ রান তুলতেই অলআউট হয়ে যায় চট্টগ্রাম।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।