ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ-সেরার পুরস্কার হাসপাতালে থাকা ছেলেকে উৎসর্গ মাহমুদউল্লাহর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
ম্যাচ-সেরার পুরস্কার হাসপাতালে থাকা ছেলেকে উৎসর্গ মাহমুদউল্লাহর ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন মাহমুদউল্লাহ। ছবি: সংগৃহীত

চাপের মুখে শুধু দারুণ এক ইনিংসই খেলেননি মাহমুদউল্লাহ রিয়াদ, দলকে এনে দিয়েছেন জয়ও। যা তাকে এনে দিয়েছে ম্যাচ-সেরার পুরস্কার।

সেই পুরস্কার তিনি উৎসর্গ করলেন হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি থাকা ছেলেকে।

বিপিএলের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীকে ৪ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ১৯৮ রান তাড়া করতে নেমে একপর্যায়ে ১১২ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। পরে ফাহিম আশরাফের সঙ্গে অবিচ্ছিন্ন ৮৮ রানের জুটি গড়ে জয়ের নায়ক হন মাহমুদউল্লাহ। ২৬ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫৬ রানে অপরাজিত থাকেন তিনি।

ম্যাচ-সেরার পুরস্কার পেয়ে ডানহাতি এই ব্যাটার বলেন, ‘আমার ছেলে হাসপাতালে ভর্তি। রাইদ (ছেলে), এটি (ম্যাচ সেরার পুরস্কার) তোমার জন্য। শিগগিরই দেখা হবে, ইনশাআল্লাহ। বাবা তোমাকে ভালোবাসে। ’

মাহমুদউল্লাহ আরও বলেন, ‘দলের জন্য এই ধরনের ইনিংস খেলার সামর্থ্য দেয়ার জন্য প্রথমেই আমি সর্বশক্তিমান আল্লাহ'র প্রতি কৃতজ্ঞ। আমি মনে করি, এটা আমাদের ভালো শুরু। বিশেষ করে টুর্নামেন্টের শুরুতে আমাদের ভালো খেলা দরকার ছিল। আমার মনে হয়, এটা দুর্দান্ত টিম ওয়ার্ক। ’

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।