ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

সবাই ধৈর্য ধরুন, গুজবে কান দেবেন না: বিসিবি সভাপতি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
সবাই ধৈর্য ধরুন, গুজবে কান দেবেন না: বিসিবি সভাপতি ছবি: সংগৃহীত

টানা দুই দিন টিকিটের জন্য রীতিমতো মারামারি মিরপুরে। অথচ স্টেডিয়াম সংশ্লিষ্ট কোনো বুথে টিকিটই দেওয়া হচ্ছে না।

মধুমতি ব্যাংকের সাতটি ব্রাঞ্চে যে টিকিট দেওয়া হবে, তাও জানানো হয়েছে ২৪ ঘণ্টা আগে। টিকিট না পাওয়ার ক্ষোভে সোমবার বিক্ষোভ করেন দর্শকরা।  

মঙ্গলবার ম্যাচের দিন হুলস্থূল কাণ্ড। বিসিবির দুই নম্বর গেটের সামনে এসে ধাক্কাধাক্কির এক পর্যায়ে গেটই ভেঙে ফেলেন দর্শকরা। পরে পুলিশকে করতে হয় লাঠিচার্জ। দর্শকদের অভিযোগ, মধুমতি ব্যাংকেও ঠিকঠাক টিকিট দেওয়া হচ্ছে না তাদের। টিকিট সংক্রান্ত বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।  

বিপিএলের উদ্বোধনের পর ব্রডকাস্টার টি-স্পোর্টসকে তিনি বলেন, ‘টিকিটে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমরা অনলাইনে গিয়েছি প্রথমদিকে। আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যেকোনো নতুন সিস্টেমেই একটু ত্রুটি থাকবেই শুরুতে। একটু ধৈর্য ধরবেন। কোন গুজবে কান দেবেন না কেউ। সাতটা দিন পর এটা সবাই বুঝতে পারবেন, সবাই ফল ভোগ করবে। ’ 

‘আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে দুই কোটি মানুষের ঢাকা শহরে স্টেডিয়ামে ধারণ ক্ষমতা ২২-২৫ হাজার। এখানে সবাইকে একুমেডেট করা সম্ভব না। আপনারা সবাই অনলাইনে যারা টিকিট পাবেন, লাইন ধরে টিকিট পাবেন; সুশঙ্খলভাবে করেন। আমরা এরকম বাংলাদেশই চাই। ’

এবারের বিপিএলের আগে তিন শহরে কনসার্ট করেছে বিসিবি। এছাড়াও রাখা হয়েছে মুগ্ধ কর্নার, জিরো ওয়েস্ট জোন। শুরু থেকেই নতুন কিছু করার প্রত্যয়ের কথা শুনিয়েছিল বিসিবি। উদ্বোধনী দিনেও পুরোনো কথাটি নতুন করে বলেছেন সভাপতি ফারুক আহমেদ।

তিনি বলেন, ‘খেলা মাঠে গড়াক। আমি চাই যে খেলা ঠিকমতো হোক। যেটা আসল জিনিস। তার আগে কিছু করার চেষ্টা করেছি নতুন বাংলাদেশে আমরা, আশা করি এটা আমরা এগিয়ে নিয়ে যাবো এই বিপিএলের মাধ্যমে। ’

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।