ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতকে ডুবিয়ে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
ভারতকে ডুবিয়ে এগিয়ে গেল অস্ট্রেলিয়া ভারতকে হারানোর পর অস্ট্রেলিয়ার উল্লাস/সংগৃহীত ছবি

লক্ষ্যটাকে ভারতের হাতের নাগালের বাইরেই নিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। পরে অজিদের দাপুটে বোলিংয়ের সামনে হুড়মুড় করে ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ।

এর মাঝে একাই করলেন যশস্বী জইসওয়াল। কিন্তু তাতে হারের ব্যবধানই শুধু কমলো। শেষ পর্যন্ত দাপুটে জয়ে সিরিজে এগিয়ে গেল অজিরা।

মেলবোর্নে বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ ম্যাচে ভারতকে ১৮৪ রানে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। আজ পঞ্চম দিনের খেলা শুরুর পর ১০ বলের মধ্যেই অজিদের ইনিংস গুটিয়ে যায়। আগের দিন ৪ উইকেট তুলে নেওয়া ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহর আজ ৪ বল লেগেছে নাথান লায়নকে ফেরাতে। ৫৫ বলে ৪১ রান করে লায়ন বিদায় নিলে ২৩৪ রানে থামে অস্ট্রেলিয়া। আর তাতে ৩৪০ রানের লক্ষ্য পায় ভারত।

জবাবে ৩ উইকেটে ১১২ রান তুলে ফেলে ভারতীয় দল। ক্রিজে তখন সেট হয়ে গেছেন ঋষভ পন্ত ও জইসওয়াল। তবে চা বিরতির পর বড় শট খেলতে গিয়ে পন্ত (৩০) বিদায় নিলে ভারতের সব আশা শেষ হয়ে যায়। পরবর্তী ৩৪ রান তুলতেই তারা হারায় শেষ ৭ উইকেট। ১৫৫ রানেই অলআউট হয়ে যায় ভারত। জইসওয়াল সপ্তম উইকেট হিসেবে বিদায় নেওয়ার আগে ২০৮ বলে ৮৪ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কও স্পর্শ করতে পারেননি।

এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথেও এক পা দিয়ে রাখলো তারা।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া: ৪৭৪ ও ২৩৪ (লাবুশেন ৭০, কামিন্স ৪১, লায়ন ৪১; বুমরাহ ৪/৫৭, সিরাজ ৩/৭০)
ভারত: ৩৬৯ ও ১৫৫ (যশস্বী ৮৪; কামিন্স ৩/২৮, বোল্যান্ড ৩/৩৯, লায়ন ২/৩৭)
ফলাফল: অস্ট্রেলিয়া ১৮৪ রানে জয়ী
সিরিজ: ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।