ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

আফ্রিদির মুখে বাংলা, বললেন ‘আমি বাংলাদেশে চলে এসেছি’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
আফ্রিদির মুখে বাংলা, বললেন ‘আমি বাংলাদেশে চলে এসেছি’ শহীদ আফ্রিদি/সংগৃহীত ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরিচিত মুখ শহীদ আফ্রিদি। খেলেছেন অধিকাংশ ফ্র্যাঞ্চাইজির জার্সিতে।

তবে এবার তাকে দেখা যাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও মেন্টর হিসেবে। সাবেক পাকিস্তানি তারকা অলরাউন্ডারকে এই দায়িত্ব দিয়েছে চিটাগাং কিংস।  

দায়িত্ব বুঝে নিতে আজ পাকিস্তান থেকে ঢাকায় পৌঁছেছেন আফ্রিদি। বিষয়টি নিশ্চিত করেছে ১১ বছর পর বিপিএলে ফেরা চিটাগাং। তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া এক ভিডিও বার্তায় আফ্রিদি ভাঙা ভাঙা বাংলায় বলেন, 'আমি বাংলাদেশে চলে এসেছি। '

বিপিএলের একদম প্রথম আসরেই খেলেছেন আফ্রিদি। সেবার তাকে দেখা গেছে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের জার্সিতে। এরপর সিলেট সুপার স্টার্স, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা প্লাটুনের হয়েও খেলেছেন তিনি। সবমিলিয়ে বিপিএলে ৪৫ ম্যাচে ৩৫ ইনিংসে ব্যাট করে ৫৩৯ রান করেছেন আফ্রিদি। আর বল হাতে নিয়েছেন ৫৭ উইকেট।

আইপিএলে আফ্রিদির শিরোপা সাফল্যও বেশ ঈর্ষণীয়। তিন ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা, ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও ঢাকা ডায়নামাইটসের হয়ে বিপিএল জিতেছেন তিনি। সর্বশেষ ২০১৯-২০ মৌসুম ছিল তার শেষ বিপিএল মৌসুম। পরে অবশ্য পেশাদার ক্রিকেটকেই বিদায় বলে দেন তিনি। তবে খেলা চালিয়ে গেছেন লিজেন্ডস লিগ ও মাস্টার্স লিগে। আর এবার বিপিএলে আসছেন ভিন্নরূপে।  

কিছুদিন আগেই আফ্রিদিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও মেন্টর হিসেবে দায়িত্ব দেওয়ার কথা জানায় চিটাগাং কিংস। ফ্র্যাঞ্চাইজিটি যুক্ত করেছে শন টেইট ও এনামুল হক জুনিয়রকেও। ২০১৩ সালে এই চিটাগাংয়ের হয়েই বিপিএল খেলেছিলেন টেইইট। এবার তাদের প্রধান কোচ হিসেবে দেখা যাবে এই সাবেক অজি ফাস্ট বোলারকে। আর তার সহকারী হিসেবে থাকবেন বাংলাদেশের সাবেক স্পিনার এনামুল হক।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।