ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের পেস বোলিং ‘খুব ভালো’, বলছেন শাহিন আফ্রিদি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
বাংলাদেশের পেস বোলিং ‘খুব ভালো’, বলছেন শাহিন আফ্রিদি হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাসকিন আহমেদ/সংগৃহীত ছবি

স্মৃতিটা খুব বেশি পুরোনো হয়নি শাহিন শাহ আফ্রিদির জন্য। ঘরের মাঠে পাকিস্তানের টেস্ট সিরিজ হারতে হয়েছে বাংলাদেশের, অথচ এর আগে কোনোদিন কোথাও ছিল না জয়ই।

এমন অর্জনের পেছনে বাংলাদেশের পেসারদের কৃতিত্ব ছিল অনেক।  

নাহিদ রানা, হাসান মাহমুদ কিংবা তাসকিনদের গতিতে দিশেহারা হয়েছে পাকিস্তান। মাস কয়েক পর বাংলাদেশে বিপিএল খেলতে এসেছেন দেশটির তারকা পেসার শাহিন শাহ। ফরচুন বরিশালের হয়ে অনুশীলনের পর সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের পেসারদের নিয়ে কথা বলেছেন তিনি।

শাহিন বলেন, ‘বাংলাদেশের ফাস্ট বোলিং বিভাগ খুব ভালো। আমি তাসকিনের কথা বলতে পারি। এখন বাংলাদেশের ফাস্ট বোলিংয়ের নেতৃত্ব দিচ্ছেন। তরুণ বোলার (নাহিদ) রানা, সে খুব ভালো বোলিং করেছে। তার গতি আছে, লম্বা বোলার। ’

‘আমার মতে, ভবিষ্যতের জন্য বাংলাদেশের অনেক ফাস্ট বোলার উঠে আসছে। তাদের যথাযথ দিকনির্দেশনা দিয়ে লাল বলের ক্রিকেট খেলার জন্য তৈরি করতে হবে। কারণ লাল বলের ক্রিকেট খেলেই আপনি বেশি উন্নতি করতে পারবেন। ’

ফরচুন বরিশালে একরকম তারকার মেলাই। বাংলাদেশিদের মধ্যে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম খেলবেন; বিদেশিদের মধ্যে আছেন ফাহিম আশরাফ, কাইল মেয়ার্সরা। সতীর্থ হিসেবে তাদের পাওয়াটা দারুণ ব্যাপার বলে মনে করেন শাহিন

তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক ক্রিকেটে একে অপরের বিপক্ষে অনেক খেলেছি। আমি জানি, স্থানীয় ক্রিকেটাররা সবসময় ভালো। উইকেট সম্পর্কে তাদের ভালো ধারণা থাকে। আশা করি, আমি অনেক শিখতে পারব। পাকিস্তানের হয়ে ভবিষ্যতে যখন বাংলাদেশে আসব, আশা করি তখন উইকেট জানা থাকবে এবং আমি ভালো খেলতে পারব। ’

চট্টগ্রাম কিংসের মেন্টর হয়েছেন শহীদ আফ্রিদি। সম্পর্কে তিনি শাহিনের শ্বশুর। দুজনের সম্পর্ক নিয়ে কথা বলেছেন শাহিন। তিনি বলেন, ‘খুব ভালো ব্যাপার এটি। আমার জন্য ভালো বিষয় হলো, তিনি খেলছেন না। তাই মাঠে আমাদের মোকাবিলা করতে হবে না। তিনি মেন্টর হিসেবে আসছেন। আমি আশা করি বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। ’

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪ 
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।