ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

তামিমের ডাকেই বিপিএলে শাহিন আফ্রিদি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
তামিমের ডাকেই বিপিএলে শাহিন আফ্রিদি ছ বি: সংগৃহীত

তখনও সংবাদ সম্মেলন শেষ হয়নি সিলেট স্ট্রাইর্সের হেড কোচ মাহমুদ ইমনের। এর মধ্যেই চলে এলেন শাহিন শাহ আফ্রিদি।

সব আকর্ষণ যেন মুহূর্তেই চলে গেল তার দিকে। একের পর পর এক ক্যামেরার লেন্স ঘুরে গেল তার দিকে। তিনিও বেশ হাসিমুখেই দেখছিলেন মাহমুদ ইমনের প্রশ্ন-উত্তর পর্ব।  

এরপর যখন অনেকগুলো বুমের দিকে তাকালেন- কৌতূহলী এক সাংবাদিক প্রশ্নটা করেই ফেললেন, ‘এত বুম কি পাকিস্তানে থাকে?’ চওড়া হাসি দিয়ে শাহিনের জবাব ‘না’। এরপর তার কাছে জানতে চাওয়া, বিপিএলের জন্য প্রথম দিন অনুশীলনের পর কেমন লাগছে?

উত্তরে শাহিন বলেন, ‘বাংলাদেশ লিগে খেলার জন্য আমি রোমাঞ্চিত। তামিম ভাই যখন এই দলে খেলার জন্য কল দিলেন, তখন থেকেই আমি রোমাঞ্চিত। আপাতত সামনে তাকিয়ে। আমি জানি বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে এবং তারা নিজেদের সুপারস্টারদের ভালোবাসে। আশা করি আমি এখানে ভালো খেলতে পারব। ’

বিপিএলে এবার তিনি খেলবেন ফরচুন বরিশালের হয়ে। গত আসরে ফ্র্যাঞ্চাইজিটি চ্যাম্পিয়ন হয়েছে তামিম ইকবালের নেতৃত্বে। এবারও তিনি আছেন দলটিতে। এই ফ্র্যাঞ্চাইজিতে আসার পেছনের কারণ কী? শাহিনের জবাব, ‘আমার জন্য তো তামিম ইকবালের ফোন কল। ’

‘আমি অনেক বছর ধরে বিপিএল দেখছি। খুব ভালো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এখানে খেলে আমাদের অনেক শেখার আছে। যখন পাকিস্তানের হয়ে ভবিষ্যতে খেলতে আসব, আশা করি এখানে ভালো ক্রিকেট খেলতে পারব। আমি জানি, অনেক পাকিস্তানি এখানে খেলে। আমি প্রথমবার খেলব। দেখা যাক, ক্রিকেট কেমন হয়। এরপর আমি তুলনা করতে পারব। ’

এবারের বিপিএলে বিসিবি বেশ বড় আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে বেশ জাঁকজমকপূর্ণভাবে। এখন অবধি তাতে বড় নাম শাহিন, তাকে নিয়ে আগ্রহও অনেক। এই টুর্নামেন্টের সবচেয়ে বড় তারকা হওয়ার অনুভূতি কেমন? জানতে চাওয়া হয় ফরচুন বরিশালের কাছে।

উত্তরে তিনি বলেন, ‘সত্যি বলতে আমি কোনো তারকা নই। বাংলাদেশের আরও অনেকে খেলছে। তামিম খেলছে। জাতীয় দলের সবাই খেলছে। আমার জন্য এবং আপনাদের জন্যও নিজেদের ক্রিকেটাররাই তারকা হওয়া উচিত। আমি শুধু একজন ক্রিকেটার হিসেবে আছি এবং দলের জন্য পারফর্ম করতে চেষ্টা করব। দলকে ম্যাচ জেতানোর চেষ্টা করব। ’

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।