ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

‘প্রতিদ্বন্দ্বিতা নিজের সঙ্গে’, জাতীয় দল প্রসঙ্গে আকবর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
‘প্রতিদ্বন্দ্বিতা নিজের সঙ্গে’, জাতীয় দল প্রসঙ্গে আকবর ছবি: সংগৃহীত

যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক হিসেবে আকবর আলির প্রতি একটা বাড়তি আগ্রহ সবসময়ই আছে। দেশের ক্রিকেটে সবচেয়ে বড় শিরোপা এসেছে তার হাত ধরে।

অনূর্ধ্ব-১৯ দলে তার সতীর্থদের অনেকেই ইতোমধ্যে জাতীয় দলে প্রতিষ্ঠিতও হয়ে গেছেন। কিন্তু আকবর এখনও খেলতে পারেননি বাংলাদেশের হয়ে।  

উইকেটরক্ষক ব্যাটার হিসেবে ঘরোয়া ক্রিকেটে অবশ্য আলো ছড়াচ্ছেন তিনি। সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতেও ৯ ইনিংসে ১৪৯.৬৪ স্ট্রাইক রেটে ২০৮ রান এসেছে তার ব্যাট থেকে। এবারের বিপিএলে আকবর খেলবেন দুর্বার রাজশাহীর হয়ে। এখান থেকেই কি জাতীয় দলের উইটেকরক্ষক ব্যাটার হিসেবে প্রতিযোগিতায় নিজের নাম তিনি জানান দিতে চান জোরেশোরে?

এমন প্রশ্নের উত্তরে শুক্রবার মিরপুরে দলের অনুশীলন শেষে আকবর বলেন, ‘আমার মনে হয় না, প্রতিযোগিতাটা অন্য কারও সঙ্গে। আমার মতে, প্রতিযোগিতাটা নিজের সঙ্গে। আমি যদি ভালো করতে পারি, অবশ্যই আমার সুযোগ আসবে। ’

এবারের বিপিএলে ড্রাফটের পর দুর্বার রাজশাহীকে দুর্বল হিসেবে দেখছিলেন অনেকে। তবে বেশ কিছু নামী দেশি-বিদেশি ক্রিকেটার দলে ভিড়িয়েছে তারা। এই দল নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার আশা কতটা? এমন প্রশ্ন ছিল আকবরের কাছে।  
 
তিনি বলেন, ‘আপনি যখন একটা দলে খেলবেন, সেই দলটা নিয়ে আপনাকে সর্বোচ্চ পর্যায়ের আশাবাদী হতে হবে। আমরাও আমাদের দল নিয়ে আশাবাদী। আমাদেরও যথেষ্ট ভালো দল আছে। আমরা যদি নিজেদের পটেনশিয়াল অনুযায়ী খেলতে পারি, যেকোনো দিন যেকোনো দলকে হারাতে পারি। টি-টোয়েন্টি এমন একটা খেলা, যেখানে আপনি কাগজে-কলমে দল বানিয়ে ফল বের করতে পারবেন না। মাঠের খেলাই আসলে মূল। ’

দুর্বার রাজশাহী অধিনায়কত্বের প্রস্তাব দিলে কী করবেন জানতে চাইলে আকবর বলেন, ‘এটা ভাবতে হবে। ম্যানেজমেন্ট থেকে প্রস্তাব এলে আমি অবশ্যই ভেবে দেখতে পারি। টিম ম্যানেজমেন্ট কীভাবে সবকিছু চাচ্ছে, এর ওপর এসব নির্ভর করছে। ’

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।