ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

এখনই ফেরা হচ্ছে না শামির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
এখনই ফেরা হচ্ছে না শামির

গুঞ্জন চলছিল বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ফিরবেন মোহাম্মদ শামি। কিন্তু সেটা আর হয়নি।

বাঁ হাঁটু ফুলে যাওয়ায় সিরিজের চতুর্থ ও পঞ্চম টেস্টে থাকবেন না তিনি। গতকাল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বিসিসিআই।  

এর আগে অবশ্য অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন, ফিটনেস নিয়ে ‘২০০ ভাগ’ নিশ্চিত হলেই খেলানো হবে শামিকে। পরবর্তীতে ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) চিকিৎসকদের থেকে পাওয়া ফিটনেস টেস্ট থেকে জানা যায়, অ্যাঙ্কেলের সমস্যা পুরোপুরি কাটিয়ে উঠলেও বোলিংয়ের চাপের কারণে বাঁ হাঁটু ফুলে গেছে শামির।

বিবৃতিতে বিসিসিআই জানায়, ‘রাঞ্জি ট্রফির ম্যাচে মধ্য প্রদেশের বিপক্ষে বাংলার হয়ে শামি ৪৩ ওভার বোলিং করেছে। তারপর সৈয়দ মুশতাক আলি ট্রফিতে (টি-টোয়েন্টি টুর্নামেন্ট) বাংলার ৯ ম্যাচের সবকটিতে সে খেলেছে, সেখানে টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত হতে বাড়তি বোলিং সেশনও করেছে। বোলিংয়ের চাপের কারণেই তার বাঁ হাঁটু হালকা ফুলে গেছে। দীর্ঘ দিন পর এত সময় ধরে বোলিং করার কারণে এই ফোলাভাব স্বাভাবিক। ’

‘পর্যবেক্ষণ করার পর বিসিসিআইয়ের চিকিৎসক দলের মনে হয়েছে, তার সেরে উঠতে আরও সময় লাগবে। তাই বোর্ডার-গাভাস্কার ট্রফির বাকি দুটি টেস্টে তাকে বিবেচনা করার জন্য উপযুক্ত বলে মনে করা হয়নি। ’

ভারতের জার্সিতে শামি সর্বশেষ খেলেছিলেন ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে। ব্যথানাশক ইনজেকশন দিয়ে তিনি খেলতে হয় ওই ম্যাচে। পরে গত ফেব্রুয়ারিতে ডান অ্যাঙ্কেলে অস্ত্রোপচার করাতে হয় তার। লম্বা সময় পর রাঞ্জি ট্রফিতে ফেরেন তিনি। সেখানে গিয়ে পড়লেন আবার ইনজুরিতে।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।