ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

জাকের-শামীমকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দেওয়ার সুপারিশ বিশপের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
জাকের-শামীমকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দেওয়ার সুপারিশ বিশপের ইয়ান বিশপ, জাকের আলী ও শামীম হোসেন/সংগৃহীত ছবি

প্রতিপক্ষের ফিল্ডার ক্যাচ নিতে গিয়ে আঘাত পেয়েছেন দেখে রান নেওয়া থেকে বিরত থেকে উদাহরণ সৃষ্টি করেছেন বাংলাদেশের জাকের আলী অনিক ও শামীম হোসেন। তাদের এমন ভদ্রোচিত আচরণে খুশি হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ইয়ান বিশপ।

এমনকি আইসিসির কাছে এই দুজনকে 'স্পিরিট অব ক্রিকেট' পুরস্কার দেওয়ার সুপারিশও করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে আইসিসির কাছে এ সুপারিশ করেন তিনি। পোস্টে তিনি লিখেছেন, ‘যদি আইসিসি ২০২৪ সালের স্পিরিট অব ক্রিকেট পুরস্কার দেয়, আমার পরামর্শ সেই মুহূর্তটিকে দেওয়ার, যখন সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আউটফিল্ড ক্যাচ নিতে গিয়ে ওবেদ ম্যাকয় আঘাত পেয়েছে দেখে জাকের আলী ও শামীম হোসেন রানের জন্য দৌড় থামিয়ে দিয়েছে। ’

ঘটনাটি সিরিজের তৃতীয় ম্যাচের। বাংলাদেশ ইনিংসের ১৪তম ওভারে গুড়াকেশ মোতির বল মিড উইকেটের দিকে তুলে মারেন জাকের। সীমানায় ক্যাচ নিতে গিয়ে পড়ে যান ম্যাকয়। তার হাতে আঘাত লাগে। ওই সময় দ্বিতীয় রান নিতে দৌড়াচ্ছিলেন জাকের ও শামীম। তখনই তারা বুঝতে পারেন ম্যাকয় আঘাত পেয়েছেন। তা দেখে সুযোগ থাকা সত্ত্বেও তৃতীয় রান নেওয়া থেকে বিরত থাকেন বাংলাদেশের দুই ব্যাটার।

ওই ঘটনাকে তাৎক্ষণিকভাবে 'গ্রেট স্পোর্টসম্যানশিপ' আখ্যা দেন বিশপ। ম্যাচ শেষে এক্সে এটিকে 'স্পিরিট অব ক্রিকেট'-এর জন্য সুপারিশ করেন তিনি। মূলত ক্রিকেট যে ভদ্রলোকের খেলা, সেই স্পিরিটকে সমুন্নত রাখার জন্য প্রতি বছর এই পুরস্কার দেয় আইসিসি। পুরস্কারের জন্য দল বা ঘটনাকে বিবেচনায় নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।