ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

স্টাম্পে লাথি মেরে ক্লাসেনের জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
স্টাম্পে লাথি মেরে ক্লাসেনের জরিমানা

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাকি সবাই যখন ব্যর্থ, তখন দলকে একাই টানছিলেন হেনরিখ ক্লাসেন। সেঞ্চুরির কাছাকাছি গিয়েও করা স্পর্শ করা হয়নি সেটি।

শেষদিকে আউট হয়ে লাথি মারেন স্টাম্পে। যা নজর এড়ায়নি আম্পায়রদের। আচরণবিধি ভঙ্ঘ করে তিনি পেয়েছেন শাস্তি।  

আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভাঙার অপরাধে দক্ষিণ আফ্রিকার এই উইকেটরক্ষক ব্যাটারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।

গতকাল পাকিস্তানের দেওয়া ৩৩০ রানের লক্ষ্য তাড়ায় নেমে পাঁচ নম্বরে লড়তে থাকেন ক্লাসেন। ৪ ছক্কা ও ৮ চারে ৭৪ বলে ৯৭ রান করে আউট হন তিনি। ৪৪তম ওভারের প্রথম বলে নাসিম শাহের বল ক্যাচ তুলে দিয়ে বিদায় নিতে হয় তাকে। তখন বিষয়টি মেনে নিতে পারেননি প্রোটিয়া ব্যাটার। লাথি মেরে বসেন স্টাম্পে। পরে ম্যাচটি ৮১ রানে হেরে যায় স্বাগতিকরা।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।