ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

ফারুকিকে আইসিসির জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
ফারুকিকে আইসিসির জরিমানা ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে আইসিসির আচরণবিধি লঙ্ঘন করেছেন আফগানিস্তানের পেসার ফজল হক ফারুকি। যে কারণে শাস্তিও পেয়েছন তিনি।

তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা সহ তাকে করা হয়েছে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা।

গতকাল হারারেতে দ্বিতীয় ওয়ানডেতে আচরণবিধি লঙ্ঘন করেন ফারুকি। জিম্বাবুয়ে ইনিংসের পঞ্চম ওভারে ক্রেইগ আরভিনের প্যাডে বল লাগলে এলবিডব্লিউর আবেদন করে আফগানিস্তান। কিন্তু এতে সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিউ নেওয়ার ইঙ্গি করেন আফগান পেসার। যদিও এই সিরিজে ছিলো না কোনো ডিআরএস।

পরে অবশ্য নিজের ভুল শিকার করেন ফারুকি। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নেন তিনি। তাতে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচটিতে ১৫ রান দিয়ে দুই উইকেট নেন ফারুকি। আর ২৮৬ রানের পুঁজি নিয়ে জিম্বাবুয়েকে তার দল থামিয়ে দেয় স্রেফ ৫৪ রানে। ২৩২ রানের রেকর্ড জয় পায় তারা।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।