ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

নেপালকে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
নেপালকে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ নেপালকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

বৃষ্টিতে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১১ ওভারে। তাতে অবশ্য বাংলাদেশের দাপট কমেনি।

ব্যাটে-বলে নৈপুণ্য দেখিয়ে নেপালকে রীতিমতো উড়িয়ে দিয়েছে তারা।  

কুয়ালালামপুরে যুব নারী এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে নেপাল অনর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৯ উইকেটে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুরুতে ব্যাট করে ১১ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫৪ রান করে নেপাল। ওই রান ৯ ওভার ৫ বলে তাড়া করে বাংলাদেশ। এই জয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেছে তারা, যেখানে প্রতিপক্ষ ভারত।

শুরুতে ব্যাট করতে নামা নেপালের কেবল একজন ব্যাটারই ব্যক্তিগত সংগ্রহ দুই অঙ্কের ঘরে নিতে পারেন। ১২ বলে ১১ রান করা সাব্রিতি ধামি রান আউট হন। এর বাইরে দ্বিতীয় সর্বোচ্চ ১১ বলে ৯ রান করেন পূজা মাহোতো। বাংলাদেশের পক্ষে ৩ ওভারে ১৩ রান দিয়ে ১ উইকেট নেন ফারজানা ইয়াসমিন।

রান তাড়ায় নেমে কোনো উইকেট না হারিয়েই ৪৬ রান করে বাংলাদেশ। ২১ বলে ১৮ রান করে কুশুম গুদারের বলে বোল্ড হন তিনি। তবে ফাহমিদা ছোঁয়াকে সঙ্গে নিয়ে বাকি পথটা পাড়ি দেন সুমাইয়া আক্তার সুবর্ণা। ৩২ বলে ২৬ রান করে ফাহমিদা ও ৬ বলে ১০ রানে অপরাজিত থাকেন সুবর্ণা।

আগামী ২২ ডিসেম্বর কুয়ালালামপুরেই ভারতের মেয়েদের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে বাংলাদেশ। কিছুদিন আগেই দুবাইয়ে ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল ছেলেদের যুব এশিয়া কাপে।  

বাংলাদেশ সময় : ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।