ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করে যেসব রেকর্ড বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করে যেসব রেকর্ড বাংলাদেশের ট্রফি হাতে বাংলাদেশের উল্লাস। ছবি : সংগৃহীত

প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ের পর তৃতীয় ম্যাচেও দারুণ জয় তুলে নিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে শেষ টি-টোয়েন্টিতে ৮০ রানে হারিয়ে ধবলধোলাই করল তারা।

সঙ্গে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছে বাংলাদেশ।  

৮০ রানের এই জয় টি-টোয়েন্টিতে আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানে জয় বাংলাদেশের। এর আগের রেকর্ডটি আয়ারল্যান্ডের বিপক্ষে। গত বছরের মার্চে চট্টগ্রামে আয়ারল্যান্ডকে ৭৭ রানে হারায় বাংলাদেশ। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও এটা সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। আগের রেকর্ডটির ব্যবধান ছিল ২৭ রান।

ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়া বাংলাদেশ ঘুরে দাঁড়ায় টি-টোয়েন্টি সিরিজে। প্রথম ম্যাচে ৭ রানে জয়ের পর দ্বিতীয়টিতে ২৭ রানের জয় পায় তারা। শেষটি জয়ে ক্যারিবীয়দের ধবলধোলাই নিশ্চিত করে বাংলাদেশ। প্রথমবারের মতো টাইগারদের কাছে ধবলধোলাই হওয়ার তিক্ত স্বাদ পায় ওয়েস্ট ইন্ডিজ। সেটি আবার নিজেদের মাঠেই।

এর আগে ২০১২ সালে আয়ারল্যান্ডকে তাদের মাঠে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। এছাড়া ভারত, পাকিস্তান এবং ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করল টাইগাররা।  

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।