ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়া দলে নতুন মুখ কনস্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
অস্ট্রেলিয়া দলে নতুন মুখ কনস্টাস স্যাম কনস্টাস

ভারতের বিপক্ষে চতুর্থ ও পঞ্চম টেস্টের স্কোয়াডে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী ওপেনার স্যাম কনস্টাস।

 

বাদ পড়েছেন ন্যাথান ম্যাকসুয়েনি। বোর্ডার-গাভাস্কার ট্রফি দিয়েই টেস্টে অভিষেক হয়েছিল তার। কিন্তু প্রথম তিন টেস্টে নামের প্রতি সুবিচার করতে পারেননি এই ডানহাতি ব্যাটার। ছয় ইনিংস ব্যাট করে কেবল ৭২ রানই করেছেন তিনি।

অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে আছেন কনস্টাস। গত মাসে ভারত এ দলের বিপক্ষে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া গোলাপি বলে প্রস্তুতির ম্যাচে প্রধানমন্ত্রী একাদশের হয়ে সেঞ্চুরি হাঁকান এই ডানহাতি ওপেনার। তাকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘স্যাম প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছে। তার ব্যাটিংয়ের ধরন ভিন্নতা বয়ে আনে এবং আমরা তার খেলায় আরও উন্নতি দেখতে আগ্রহী। আমরা এখনো আত্মবিশ্বাসী যে ন্যাথান টেস্ট স্তরে সফল হওয়ার ক্ষমতা রাখে। তাকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি কঠিন ছিল। সিরিজজুড়েই ওপেনারদের জন্য স্পষ্টত চ্যালেঞ্জ ছিল এবং আমরা পরবর্তী দুটি ম্যাচের জন্য ভিন্ন লাইনআপের সুযোগ তৈরি করতে চাই। ’

চোটের কারণে বাকি দুই ম্যাচে খেলা হচ্ছে না জশ হ্যাজেলউডের। তাই ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে শন অ্যাবট ও ঝাই রিচার্ডসনকে।  

এদিকে, আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে বক্সিং ডে টেস্ট। পাঁচ ম্যাচ সিরিজের তিন ম্যাচ শেষে ১-১ সমতায় রয়েছে দুই দল।

শেষ দুই ম্যাচের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, স্যাম কনস্টাস, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মিচেল মার্শ, ঝাই রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, বেয়াউ ওয়েবস্টার।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।