আজিজুল হাকিম তামিম ও মোহাম্মদ মিঠুনের হাফ সেঞ্চুরির পর ঝড় তোলেন ইমরুল কায়েস। জয় পায় তাদের দল খুলনা।
বৃহস্পতিবার শেষ হয়েছে এনসিএল টি-টোয়েন্টির লিগ পর্বের খেলা। প্লে-অফে কোন চার দল যাচ্ছে, নিশ্চিত হয়েছে তাও। ৭ ম্যাচের সবগুলোতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে ঢাকা মেট্রো। প্লে অফের বাকি তিন দলের মধ্যে রংপুর সাত ম্যাচে পাঁচ, খুলনা চার ও চট্টগ্রাম জিতেছে তিন ম্যাচ। চট্টগ্রামের সমান তিন ম্যাচ জিতলেও রান রেটে পিছিয়ে থাকায় সেরা চারে থাকতে পারেনি ঢাকা। দুটি করে জয় পাওয়া রাজশাহী, সিলেট ও বরিশাল যথাক্রমে আছে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে।
একাডেমি মাঠে রংপুরের বিপক্ষে ৩৪ রানের জয় পেয়েছে খুলনা। শুরুতে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান করে খুলনা। পরে ওই রান তাড়ায় নেমে ৯ উইকেট হারিয়ে ১৬১ রানের বেশি করতে পারেনি রংপুর।
টস হেরে ব্যাট করতে নামা খুলনার হয়ে এদিনও হাফ সেঞ্চুরি পান আজিজুল হাকিম তামিম। ৭ চার ও ৪ ছক্কায় ৪১ বলে ৬৬ রান করেন এই ওপেনার। সর্বোচ্চ রান আসে মোহাম্মদ মিঠুনের ব্যাটে। ৫ চার ও ৪ ছক্কায় ৪৯ বলে ৭১ রান করেন তিনি। ১৯ বলে ৪০ রান করেন ইমরুল কায়েস। রংপুরর হয়ে দুই উইকেট নেন রবিউল হক।
রান তাড়ায় নামা রংপুরের হয়ে হাফ সেঞ্চুরি পান অধিনায়ক আকবর আলী। ২৯ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫২ রান করেন তিনি। তবে বাকি ব্যাটারদের ব্যর্থতায় জিততে পারেনি তার দল। খুলনার হয়ে তিন উইকেট করে নেন শেখ পারভেজ জীবন ও টিপু সুলতান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে ১৯ রানের জয় পেয়েছে ঢাকা। শুরুতে ব্যাট করতে নেমে ১৭৮ রানে অলআউট হয় তারা। পরে ওই রান তাড়ায় নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান করে বরিশাল।
ঢাকার ব্যাটারদের ছোট ছোট সংগ্রহে বড় পুঁজি পায় দল। দলের পক্ষে ২১ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন সুমন খান। ওপেনার জাওয়াদ আবরার ২৫ বলে ৩২ রান করেন ২ চার ও ৩ ছক্কায়। বরিশালের হয়ে ৩ ওভারে ৩৬ রান দিয়ে চার উইকেট নেন রুয়েল মিয়া।
রান তাড়ায় নেমে এদিন বরিশালের হয়ে ২৩ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন কামরুল ইসলাম রাব্বি। তবে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। ২৬ বলে ৩০ রান আসে সালমান হোসেন ইমনের ব্যাটে। ঢাকার হয়ে দুই উইকেট করে পান সাইফ হাসান ও সুমন খান।
এদিকে প্রথম কোয়ালিফায়ারে আগামী ২১ ডিসেম্বর মুখোমুখি হবে ঢাকা মেট্রো-রংপুর। একই দিন এলিমিনেটর রাউন্ডে লড়বে খুলনা-চট্টগ্রাম। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
বাংলাদেশ সময় : ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
এমএইচবি/এএইচএস