ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

শান্তর হাফ সেঞ্চুরিতে রাজশাহীর জয়, জিতেছে ঢাকা মেট্রো

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
শান্তর হাফ সেঞ্চুরিতে রাজশাহীর জয়, জিতেছে ঢাকা মেট্রো

রাজশাহীর হয়ে সর্বোচ্চ রান এলো নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। পরে সিলেটের হয়ে ২৮ বলে হাফ সেঞ্চুরি করেন জিসান আলম, তবে জেতাতে পারেননি দলকে।

আরেকদিকে শামসুর রহমান শুভ ও মার্শাল আইয়ুবের হাফ সেঞ্চুরির পর জয় পেয়েছে ঢাকা মেট্রো।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেটকে ২৬ রানে হারিয়েছে রাজশাহী। শুরুতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান করে রাজশাহী। পরে ওই রান তাড়ায় নেমে পুরো ২০ ওভার ব্যাট করলেও ৮ উইকেট হারিয়ে ১৫৫ রানের বেশি করতে পারেনি সিলেট।

রাজশাহীর হয়ে এ ম্যাচে সর্বোচ্চ রান আসে নাজমুল হোসেন শান্তর ব্যাটে। ৬ চার ও ৫ ছক্কায় ৪৮ বলে ৭৮ রান করে সৈয়দ খালেদ আহমেদের বলে ক্যাচ আউট হন তিনি। সাব্বির হোসেন ১৪ বলে ৩০ ও সমান বল খেলে হাবিবুর রহমান সোহান করেন ২৫ রান। সিলেটের হয়ে খালেদ তিন ও এবাদত নেন দুই উইকেট।

রান তাড়ায় নামা সিলে্টের হয়ে ঝড়ো হাফ সেঞ্চুরি পান জিসান আলম। ২৮ বলে অর্ধশত পূরণ করেন তিনি। ২ চার ও ৫ ছক্কার ইনিংসে ৩২ বলে ৬০ রান করে আউট হয়ে যান জিসান। সিলেটের বাকি ব্যাটাররা খুব একটা সুবিধা করতে পারেননি। ২১ বলে ২৭ রান করেন পিনাক ঘোষ। ৪ ওভারে ২৪ রান দিয়ে চার উইকেট পান আসাদুজ্জামান পায়েল।

একাডেমি মাঠে চট্টগ্রামের বিপক্ষে ১৭ রানের জয় পেয়েছে ঢাকা মেট্রো। শুরুতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রান করে মেট্টো। পরে ওই রান তাড়ায় নেমে পুরো ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান করে চট্টগ্রাম।  

মেট্রোর হয়ে হাফ সেঞ্চুরি করেন শামসুর রহমান ও মার্শাল আইয়ুব। ৪৮ বলে ৫৬ রান করে শামসুর আউট হন, ৪২ বলে ৫১ রান করেন মার্শাল। চট্টগ্রামের হয়ে তিন উইকেট পান আহমেদ শরীফ।

রান তাড়ায় নেমে চট্টগ্রামের ব্যাটারদের মধ্যে ২৭ বলে ৪৪ রান করেন সাদিকুর রহমান। ৩১ বলে ৪৬ রান আসে ইয়াসির আলি চৌধুরীর ব্যাটে। রাকিবুল হাসান, আরাফাত সানি ও আমিনুল ইসলাম বিপ্লব ঢাকার হয়ে দুই উইকেট করে নেন।  

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।