ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্রুককে সরিয়ে র‌্যাংকিংয়ের চূড়ায় রুট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
ব্রুককে সরিয়ে র‌্যাংকিংয়ের চূড়ায় রুট

গত সপ্তাহে টেস্ট ব্যাটারদের শীর্ষে জায়গা করে নিয়েছিলেন হ্যারি ব্রুক। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো ফর্ম না দেখাতে পারায় সিংহাসন ধরে রাখতে পারেননি তিনি।

তার জায়গা দখল করে নিয়েছেন সতীর্থ জো রুট।  

আজ আইসিসির প্রকাশিত র‌্যাংকিংয়ে টেস্ট ব্যাটারদের মধ্যে ৮৯৫ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছেন রুট। ৮৭৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান হ্যারি ব্রুকের। তিনে থাকা নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন অবশ্য ব্যাট হাতে ছিলেন সফল। সেডন পার্কে প্রথম ইনিংসে ৪৪ রান করা এই ব্যাটার পরের ইনিংসে করেন ১৫৬ রান। তার রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৮৬৭।

র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে টম ল্যাথামেরও। ৬ ধাপ এগিয়ে তিনি আছেন ৩১তম স্থানে। এছাড়া ১৩ ধাপ উন্নতিতে ৩৬ নম্বরে আছেন উইল ইয়াং।  

এদিকে বোলারদের র‌্যাংকিংয়ে এগিয়েছেন ম্যাট হেনরি। ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেট নিয়ে তিনি এখন অবস্থান করছেন সপ্তম স্থানে। উইল ও’রোকও এগিয়েছেন ১৪ ধাপ। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফের সঙ্গে তিনি যৌথভাবে আছেন ৩০ নম্বরে। এছাড়া ৬ ধাপ এগিয়ে ৩৯তম স্থানে মিচেল স্যান্টনার।

এই ম্যাচে ৫ উইকেট নিয়ে ৮ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে এসেছেন ইংলিশ পেসার ম্যাথু পটস। ৪টি উইকেট পাওয়া গাস অ্যাটকিনসনের উন্নতি ৩ ধাপ, তার অবস্থান চতুর্দশ।  

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।