ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

তিন হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের ২৯৪

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
তিন হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের ২৯৪

ওপেনার তানজিদ হাসান তামিমের সঙ্গে জুটি গড়লেন মেহেদী হাসান মিরাজ। হাফ সেঞ্চুরি পেলেন তারা দুজনেই।

শেষদিকে দলের রান টেনে নেন জাকের আলি ও মাহমুদউল্লাহ রিয়াদ। জাকের না পারলেও হাফ সেঞ্চুরি হাঁকান মাহমুদউল্লাহ রিয়াদ। দলও পায় বেশ ভালো সংগ্রহ।

রোববার সেন্ট কিটসে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান করেছে সফরকারীরা।

টস জিতে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারে গিয়ে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১৮ বলে ১৯ রান করে ওপেনার সৌম্য সরকার আলজারি জোসেফের বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। পাওয়ার প্লের মধ্যেই লিটন দাসের উইকেটও হারায় তারা।  

৭ বলে ২ রান করে রোমারিও শেফার্ডের বলে তিনিও ক্যাচ দেন শাই হোপের হাতে। পাওয়ার প্লের ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৮ রান করে বাংলাদেশ। এরপর তানজিদ হাসান তামিমের সঙ্গে জুটি গড়েন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

অবশ্য মিরাজ ফিরতে পারতেন শুরুতেই। শূন্য রানে তাকে আম্পায়ার এলবিডব্লিউ আউট দিলেও পরে রিভিউ নিয়ে বাঁচেন। দুবার তার ক্যাচ ছাড়েন ক্যারিবীয়ান ফিল্ডাররা। এর মধ্যে ৪৫ বলে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন তানজিদ হাসান।

তিনি ইনিংস খুব একটা লম্বা করতে পারেননি। ৬০ বলে ৬০ রান করে আলজারি জোসেফের বলে শর্ট থার্ড ম্যান অঞ্চলে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ। তার বিদায়ের পর নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন অধিনায়ক মিরাজ।

ওয়ানডে ক্যারিয়ারে নিজের পঞ্চম হাফ সেঞ্চুরি পেতে তার লাগে ৭২ বল। মাঝে আফিফ হোসেন ২৯ বলে ২৮ রান করে আউট হয়ে যান।  

মিরাজও সেঞ্চুরির কাছাকাছি যেতে পারেননি। ১০১ বলে ৬টি চার ও ১ ছক্কায় ৭৪ রান করে সিলসের বলে রাদারফোর্ডের হাতে ক্যাচ দেন তিনি। তার বিদায়ের পর বাংলাদেশের হাল ধরেন জাকের আলি অনিক ও মাহমুদউল্লাহ রিয়াদ।  

দলের রানকে তিনশর কাছাকাছি নিয়ে যান তারা দুজনই। ৭৪ বলে ৯৬ রানের জুটি ছিল তাদের। ৪০ বলে ৪৮ রান করে ইনিংস শেষ হওয়ার এক বল আগে আউট হন জাকের। ৪৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন রিয়াদ।

বাংলাদেশ সময় :
এমএইচবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।