ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতকে হারিয়ে বাংলাদেশের অধিনায়ক বললেন, ‘অল্প রান করলেও আত্মবিশ্বাসী ছিলাম’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
ভারতকে হারিয়ে বাংলাদেশের অধিনায়ক বললেন, ‘অল্প রান করলেও আত্মবিশ্বাসী ছিলাম’ সংগৃহীত ছবি

যুব এশিয়া কাপের প্রায় সব ম্যাচেই জ্বলে উঠেছিল আজিজুল হাকিম তামিমের ব্যাট। কিন্তু ফাইনালে খুব বেশিদূর যেতে পারেননি তিনি।

দলও অলআউট হয়ে যায় ১৯৮ রানে। এরপর অনেকের আশাই ক্ষীণ হয়ে এসেছিল- আদৌ বাংলাদেশ জিততে পারবে কি না তৈরি হয়েছিল এই সংশয়।

কিন্তু বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম একদমই ঘাবড়ে যাননি। এই পুঁজি নিয়েও জিততে আশাবাদী ছিলেন তিনি। শেষ অবধি ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার যুব এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

ফাইনালের পর অধিনায়ক আজিজুল হাকিম বলেন, ‘খুব ভালো লাগছে। আল্লাহকে ধন্যবাদ। আমরা সবাই খুব খুশি। অল্প রানে আটকে গেলেও আত্মবিশ্বাসী ছিলাম। আমি জানতাম, আমার বোলাররা কী করতে পারে। ’

অল্প পুঁজি নিয়েও শুরু থেকেই দাপট দেখান বোলাররা। তিন উইকেট হারানোর পর ছোট একটি জুটি গড়ে ভারত। তখনও ঘাবড়ে যায়নি বাংলাদেশ। দুই ওভারে তিন উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পেসার ইকবাল হোসেন ইমন।

নিজের বোলারদের কী পরামর্শ দিয়েছিলেন আজিজুল? উত্তরে তিনি বলেন, ‘ভারতের ব্যাটাররা অফসাইডে একটু লড়াই করছিল। বিশেষ করে চতুর্থ বা পঞ্চম স্টাম্প বরাবর বলে। পরিকল্পনা ছিল, অফসাইডে বোলিং করে তাদের ঝামেলায় ফেলা। ’

বাংলাদেশের সমর্থকরা সংযুক্ত আরব আমিরাতের এই টুর্নামেন্টে সমর্থন দিয়ে গেছেন খেলোয়াড়দের। চ্যাম্পিয়ন হওয়ার পরও তাদের কৃতজ্ঞতা জানাতে ভুলেননি আজিজুল, ‘আমাদের সব সমর্থক এবং বাংলাদেশের সব মানুষকে ধন্যবাদ। ’

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।