ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

রিকেলটনের সেঞ্চুরির পরও শেষটা এলোমেলো দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
রিকেলটনের সেঞ্চুরির পরও শেষটা এলোমেলো দক্ষিণ আফ্রিকার

দিনের শুরু ও শেষের চিত্রটা প্রায় একইরকম। মাঝখানে অবশ্য চাপের মুখে দাঁড়িয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন রায়ান রিকেলটন।

অধিনায়ক টেম্বা বাভুমাও ধরে রাখেন তার ফর্ম। কিন্তু তা সত্ত্বেও শ্রীলঙ্কার সঙ্গে দিনটা ভাগাভাগি করে নিতে হলো দক্ষিণ আফ্রিকাকে।

সেন্ট জর্জেস পার্কে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ৭ উইকেটে ২৬৯ রান করেছে প্রোটিয়ারা। টস জিতে ব্যাট করতে নেমে ৪৪ রানেই তিন উইকেট হারাতে হয় স্বাগতিকদের। সেখান থেকে বাভুমাকে নিয়ে প্রতিরোধ গড়েন রিকেলটন। দুজনে মিলে চতুর্থ উইকেট জুটিতে যোগ করেন ১৩৩ রান।

এরপর শ্রীলঙ্কাকে আবার ম্যাচে ফেরান আসিথা ফার্নান্দো। তার শিকার হয়ে ১০৯ বলে ৮ চার ও ১ ছক্কায় ৭৮ রানে সাজঘরে ফেরেন বাভুমা। তার জায়গায় নামা ডেভিড বেডিংহ্যাম বিদায় নেন মাত্র ৬ রানেই।

তবে ষষ্ঠ উইকেটে কাইল ভেরেইনার সঙ্গে ৭৭ রানের জুটি গড়েন রিকেলটন। কিন্তু সেঞ্চুরি স্পর্শের পর শেষবেলায় এসে খেই হারান এই বাঁহাতি। লাহিরু কুমারাকে উইকেট দিয়ে ২৫০ বলে ১১ চারে ১০১ রানে থামতে হয় তাকে। দিনের শেষ বলে মার্কো ইয়ানসেনকে ফেরান বিশ্ব ফার্নান্দো। কাল নতুন ব্যাটারকে সঙ্গী করে দিনের শুরু করবেন ৪৮ রানে অপরাজিত থাকা ভেরেইনা।

শ্রীলঙ্কার হয়ে তিনটি উইকেট নেন কুমারা। পঞ্চম লঙ্কান পেসার হিসেবে টেস্টে ১০০ উইকেটের ক্লাবে ঢোকেন তিনি। এছাড়া আসিথা ফার্নান্দো দুটি, বিশ্ব ফার্নান্দো ও প্রভাথ জয়সুরিয়ার শিকার একটি করে উইকেট।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।