ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

অবশেষে সেঞ্চুরি পেলেন কোহলি, জয় দেখছে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
অবশেষে সেঞ্চুরি পেলেন কোহলি, জয় দেখছে ভারত সেঞ্চুরির পর কোহলির উদযাপন/সংগৃহীত ছবি

বিরাট কোহলির সেঞ্চুরির দেখা পাওয়াও আজকাল খবরের শিরোনাম হয়! হয়, কারণ দীর্ঘদিন ধরে সেই প্রিয় তিন অঙ্কের দেখা পাচ্ছিলেন না তিনি। অবশেষে সেই খরা ঘোচাতে সক্ষম হয়েছেন আধুনিক ক্রিকেটের এই মহাতারকা।

আর তাতে ভর করে পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারত। যার জবাব দিতে গিয়ে হারের শঙ্কায় পড়েছে অস্ট্রেলিয়া।

বোর্ডার–গাভাস্কার ট্রফির পার্থ টেস্টের দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ১৭২ রান তুলেছিল ভারত। আর তাতে ২১৮ রানের লিড পেয়েছিল তারা। সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন যশস্বী জয়সোয়াল। অপরাজিত ছিলেন ৯০ রানে। আজ তৃতীয় দিন সকালেই জশ হ্যাজলউডের বাউন্সারকে ফাইন লেগের ওপর দিয়ে ছয় বানিয়ে ক্যারিয়ারের চতুর্থ ও অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরি তুলে নেন জয়সোয়াল।  

দিনের ষষ্ঠ ওভারে প্রথম উইকেটের দেখা পায় অস্ট্রেলিয়া। আগের দিন অপরাজিত থাকা লোকেশ রাহুল ব্যক্তিগত ৭৭ রানে ফেরেন মিচেল স্টার্কের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। আর তাতে ভাঙে ২০১ রানের উদ্বোধনী জুটি। রাহুল বিদায় নিলেও দেবদূত পাডিক্কালকে নিয়ে রান এগিয়ে যান জয়সোয়াল। দ্বিতীয় উইকেট জুটিতে ফিফটি হওয়ার পর ভারতের লিড ছাড়িয়ে যায় তিন শ।  

দ্বিতীয় সেশনের প্রথম বলেই পাডিক্কালকে বিদায় করে জুটি ভাঙেন হ্যাজলউড। তার বলে স্লিপে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ দেন ৭১ বলে ২৫ রান করা পাডিক্কাল। এরপর জয়সোয়ালকে থামান মিচেল মার্শ। অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে পয়েন্টে স্মিথের হারে ক্যাচ দেন জয়সোয়াল। ২৯৭ বলে ১৫ চার ও ৩ ছক্কায় ১৬১ রান করে বিদায় নেন এই ভারতীয় ব্যাটার। পানি পানের বিরতির পর আউট হন ঋষভ পন্ত (১)। এরপর দ্রুত ফেরেন ধ্রুব জুরেল (১)।  

১৭ বলের মধ্যে ৩ উইকেট হারালেও ভারতকে সঠিক পথে রাখেন বিরাট কোহলি। ওয়াশিংটন সুন্দরকে নিয়ে ৮৯ রানের জুটি গড়েন তিনি। ৯৪ বলে ২৯ রান করে নাথান লায়নের বলে বোল্ড হয়ে ফেরেন সুন্দর। ততক্ষণে লিড সারে চার শ পেরিয়ে পাঁচ শর দিকে যাচ্ছিল। এত বড় লিড পেয়েও ভারত থামছিল না। কারণ ক্রিজে তখনও কোহলি ছিলেন।  

ইনিংস ঘোষণার আগে কোহলির সেঞ্চুরির অপেক্ষায় ছিল ভারত। সেটিও পেয়ে যান তিনি। ১৩৫তম ওভারে লাবুশেনের বলে ডিপ ফাইন লেগ দিয়ে চার মেরে টেস্টে ১৫ ইনিংস পর সেঞ্চুরি পান কোহলি। তিন সংস্করণ মিলিয়ে ২৯ ইনিংস পর। তার টেস্ট ক্যারিয়ারের এটি ৩০তম সেঞ্চুরি। ভারত ৬ উইকেটে ৪৮৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। কোহলি ১৪৩ বলে ১০০ রানে অপরাজিত থাকেন।

ভারতের কাছ থেকে ৫৩৪ রানের লক্ষ্য পেয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। শেষ সেশনের শেষদিকে তারা ৪.২ ওভারে ১২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে। দিনের শেষ বলে জশপ্রীত বুমরার বলে লাবুশেন আউট হওয়ার পর ইনিংস ঘোষণা করেন আম্পায়াররা। ৯ বলে ৩ রান করে অপরাজিত রয়েছেন অজি ওপেনার উসমান খাজা।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।