ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১০৪ রানে অলআউট হয়ে ভারতকে এগিয়ে রাখলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
১০৪ রানে অলআউট হয়ে ভারতকে এগিয়ে রাখলো অস্ট্রেলিয়া সংগৃহীত ছবি

ভারতকে অল্প রানে থামিয়ে নিজেরাও ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ের মুখে পড়ে অস্ট্রেলিয়া। এমনকি শঙ্কা জেগেছিল ১০০-এর আগেই থামার।

তবে শেষ উইকেটে জশ হ্যাজেলউডকে নিয়ে প্রতিরোধ গড়েন মিচেল স্টার্ক। আর তাতে ভর করে ১০৪ রান পর্যন্ত যেতে পারে অজিরা। তবে ভারত পেয়ে যায় ৪৬ রানের লিড।

পার্থে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে ৮৩ রানে পিছিয়ে ছিল অস্ট্রেলিয়া। আগের দিন ভারতকে ১৫০ রানে অলআউট করে ৭ উইকেটে ৬৭ রানে দিন শেষ করে স্বাগতিকরা।  

আজ দিনের সপ্তম বলেই উইকেট পায় ভারত। এবারও হন্তারক সেই যশপ্রীত বুমরা। রাউন্ড দ্য উইকেট থেকে তার অফ স্টাম্পের বাইরে থাকা শর্ট ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দেন অ্যালেক্স ক্যারি (৩১ বলে ২১ রান)। ইনিংসে বুমরার এটি পঞ্চম উইকেট। এর কিছুক্ষণ পর নাথান (৫) ফেরেন হর্ষিত রানার দ্বিতীয় শিকার হয়ে।  

৭৯ রানে ৯ উইকেট হারানো অস্ট্রেলিয়ার সামনে উঁকি দিচ্ছিল নিজেদের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জা। ভারতের বিপক্ষে টেস্টে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন রান ছিল ৮৩। সেই লজ্জা থেকে দলকে উদ্ধার করেন হ্যাজেলউড ও স্টার্ক। দুজনের ২৫ রানের জুটিতে ১০০ পার করে অস্ট্রেলিয়া। মাঝে অবশ্য দলীয় ৮২ রানে ভারতের ঋষভ পন্থ ক্যাচ ছাড়লে জীবন পান হ্যাজেলউড।  

স্টার্ক-হ্যাজেলউডের প্রতিরোধ ভাঙেন হার্ষিত। তার বলেই উইকেটকিপার পন্থের কাছেই ক্যাচ দেন স্টার্ক। আর তাতে থেমে যায় স্টার্কের ১১২ বলে ২৬ রানের ইনিংস। বল হাতে ভারতের বুমরা ৫টি, হার্ষিত ৩টি ও মোহাম্মদ সিরাজ ২টি উইকেট নিয়েছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ২৬ রান তুলেছে ভারত। তাদের লিড ৭২ রানের।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।