ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএল শুরু ১৪ মার্চ, সাকিব খেলতে চান তিন মৌসুমের সব ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
আইপিএল শুরু ১৪ মার্চ, সাকিব খেলতে চান তিন মৌসুমের সব ম্যাচ

আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে আইপিএলের নতুন আসর। শুধু তা-ই নয়, পরের দুই আসরের জন্যও একসঙ্গে সূচি ঘোষণা করে চমক দেখিয়েছে বিসিসিআই।

নতুন চক্রকে (২০২৫-২০২৭) সামনে রেখে সৌদি আরবে আগামী ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। তাই নিলামে নাম লেখানো বিদেশি খেলোয়াড়রা পুরো মৌসুমজুড়ে থাকতে পারবেন কি না, সে ব্যাপারে অন্যান্য ক্রিকেট বোর্ডগুলোর কাছে চিঠি পাঠিয়েছে বিসিসিআই।

সাকিব আল হাসান বাদে বাংলাদেশের কোনো খেলোয়াড়েরই আসরজুড়ে থাকার ব্যাপারে বিসিসিআইকে কোনো নিশ্চয়তা দেয়নি বিসিবি। আইপিএলের আগামী তিন মৌসুমের সবকটি ম্যাচ খেলার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন সাকিব। বাংলাদেশি এই অলরাউন্ডারের মতোই আইপিএলের জন্য নিজেকে পুরোপুরি ফাঁকা রাখছেন অস্ট্রেলিয়া, আফগানিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা,  ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও জিম্বাবুয়ের বেশিরভাগ ক্রিকেটার।  

আইপিএলের আগামী আসরের সময় কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। তবে ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই পাকিস্তানের মাটিতে তিনটি ওয়ানডে খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। ২০২৭ সালে টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তি উপলক্ষ্যে মেলবোর্নে (১১-১৫ মার্চ) একটি বিশেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ইংল্যান্ড। এই ঐতিহাসিক টেস্ট শেষ হওয়ার পর সংশ্লিষ্ট খেলোয়াড়রা আইপিএলে খেলার জন্য অনাপত্তিপত্র পাবেন।

আইপিএলের সূচি
২০২৫: ১৪ মার্চ থেকে ২৫ মে।
২০২৬: ১৫ মার্চ থেকে ৩১ মে।
২০২৭: ১৪ মার্চ থেকে ৩০ মে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
এএইচএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।