ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাটিং কোচের দায়িত্বে সালাউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাটিং কোচের দায়িত্বে সালাউদ্দিন

সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে বরখাস্ত হন তখনকার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এরপর জাতীয় দলের কোচিং স্টাফে এসেছে বেশ কিছু পরিবর্তন।

সিনিয়র সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন।  

এক যুগেরও বেশি সময় পর জাতীয় দলের সঙ্গে দেখা যাচ্ছে দেশি কাউকে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে একটি বাড়তি দায়িত্বও সামলাতে হবে তাকে। এই সফরে দলের সঙ্গে নেই ব্যাটিং কোচ ডেভিড হেম্প।  

তার জায়গায় ক্যারিবিয়ানদের বিপক্ষে ব্যাটিংয়ের দায়িত্ব সামলাবেন সালাউদ্দিন। ২০২৩ সালের মে মাসে হাই পারফরম্যান্স দলে যোগ দেন তিনি। এরপর তাকে নিয়ে আসা হয় জাতীয় দলে।  

এখন আবার হেম্পকে পুরোনো দায়িত্বে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস। এজন্যই তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সঙ্গে যাননি।  

এদিকে জাতীয় দলের পারফরম্যান্স এনালিস্ট মহসিন শেখও এই সিরিজে নেই। আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের সঙ্গে কাজ করছেন তিনি। তার জায়গায় ভারতের অক্ষয় হিরামাতকে নিয়েছে বিসিবি।  

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।