ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে মুরাদের হ্যাটট্রিক, উইকেট পেলেন আরও চারজন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
প্রস্তুতি ম্যাচে মুরাদের হ্যাটট্রিক, উইকেট পেলেন আরও চারজন

আগের দিন ব্যাটাররা করেছিলেন বেশ ভালো। দ্বিতীয় দিনে বোলাররা দেখিয়েছেন আশার আলো।

পাঁচজন ভিন্ন বোলার উইকেট পেয়েছেন, হাসান মুরাদ করেছেন হ্যাটট্রিক। ৭ উইকেটে ২৫৩ রানে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে ৮৭ রান করার পর ম্যাচ ড্র ঘোষণা হয়।  

২ ওভারে ১ উইকেট হারিয়ে ৫ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ একাদশ। দিনের তৃতীয় ওভারে প্রথম উইকেট পান তাসকিন আহমেদ। তার বলে জশুয়া ডরনে ক্যাচ তুলে দেন মেহেদী হাসান মিরাজের হাতে।  

ইনিংসের নবম ওভারে হাসান মাহমুদ পান নিজের দ্বিতীয় উইকেট। ৬ রান করা জর্ডান জনসনকে বোল্ড করেন তিনি। এক ওভার পর ফের উইকেটের দেখা পান তাসকিন আহমেদ। ২৩ বলে ৩০ রান করার পর মেলিইউয়াস ক্যাচ দেন শরিফুলের হাতে।

৩৮ রানে ৪ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ আরও চাপে পড়ে শরিফুল উইকেট পেলে। তার বলে এলবিডব্লিউ হন কিমানি লিমলাচ। চাপ সামলে এরপর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ওয়েস্ট ইন্ডিজ।  

এবার তাদের বাধা হন মেহেদী হাসান মিরাজ। ৩৭ বলে ২০ রান করা জাস্টিন গ্রেভিসকে ফেরান তিনি। পরের ওভারেই হ্যাটট্রিক করে ফেলেন আরেক স্পিনার হাসান মুরাদ। টেস্টে এখনও অভিষেকের অপেক্ষায় তিনি।

ড্যানিয়েল ব্যাকফোর্ডকে এলবিডব্লিউ করে প্রথম উইকেট পান তিনি। পরের ব্যাটার নাভিন বিদাইসি হন বোল্ড। এরপর চাইম হোল্ডারকে এলবিডব্লিউ আউট করে  হ্যাটট্রিক হয় হাসান মুরাদের। ম্যাচ ড্র ঘোষণা করা হয় তারপরই।  

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।