ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

শেষটা রাঙাতে পারলেন না ইমরুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
শেষটা রাঙাতে পারলেন না ইমরুল

প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের বিদায়ী ম্যাচে রানের দেখা পেলেন না ইমরুল কায়েস। আগের দিন প্রথম ইনিংসে আউট হয়েছিলেন ১৬ রান করে।

এবার দ্বিতীয় ইনিংসে মাত্র ১ রান করতে পেরেছেন এই অভিজ্ঞ ব্যাটার।  

ইমরুলের বিদায়ী ম্যাচের দিনে সেঞ্চুরির দেখা পেয়েছেন অমিত হাসান। আগের ম্যাচে খুলনার বিপক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে নজর কেড়েছিলেন তিনি। এবার ঢাকা মেট্রোর বিপক্ষে সেঞ্চুরি করেছেন সিলেট অধিনায়ক। তার ১০১ রানের ইনিংসেই দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে রয়েছে সিলেট।

অমিতের সঙ্গে আসাদুল্লাহ আল গালিবের ৫৬ ও মুবিন আহমেদ দিশানের ৪৩ রানের ইনিংসে সিলেটের প্রথম ইনিংস থামে ৩৭৬ রানে। ২৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছে ঢাকা মেট্রো। এখনো ১৯৭ রানে পিছিয়ে আছে তারা।

অন্যদিকে মিরপুরে ইমরুলের বিদায়ী ম্যাচে ঢাকার বিপক্ষে হারের সামনে দাঁড়িয়ে খুলনা। প্রথম ইনিংসে খুলনা করেছিল ১৭২ রান। জবাবে ১৬০ রানেই গুটিয়ে যায় ঢাকা। খুলনার হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন দুই পেসার আল আমিন হোসেন, মাসুম খান টুটুল ও বাঁহাতি স্পিনার আরিদুল ইসলাম। তবে দ্বিতীয় ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হয়ে হারের পথে খুলনা। ইমরুলের মতো তার দলের বাকিরাও প্রতিরোধ গড়তে পারেননি। পেসার এনামুল হক ৪টি ও বাঁহাতি স্পিনার মাহফুজুর রহমান ৩টি উইকেট নিয়েছেন। ম্যাচ আর মাত্র ১০৪ রান করতে হবে ঢাকাকে।  

এছাড়া রাজশাহীতে রংপুরের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ৩৩৬ রান করেছে বরিশাল। তানভীর ইসলাম করেন ৫২ রান। ৫ উইকেটে ২১৮ রান নিয়ে দিনের খেলা শেষ করে রংপুর। আরেক ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে চট্টগ্রাম ২৫২ রানে অলআউট হয়েছে। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২০২ করে ৬২ রানে এগিয়ে আছে রাজশাহী।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।