ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সিরিজের ওয়েস্ট ইন্ডিজ দলে জোসেফ, নেই হোল্ডার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
বাংলাদেশ সিরিজের ওয়েস্ট ইন্ডিজ দলে জোসেফ, নেই হোল্ডার

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। চোটের কারণে দলে নেই অলরাউন্ডার জেসন হোল্ডার।

তবে ফিরেছেন আলজারি জোসেফ।

সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশামে ছিলেন জোসেফ। তার পাশাপাশি দলে ফিরেছেন স্পিনার কেভিন সিনক্লেয়ার। আর হোল্ডারের জায়গায় ঢুকেছেন আরেক অলরাউন্ডার অ্যান্ডারসন। তবে ডাক পাননি স্পিনার গুড়াকেশ মোতি।

সবমিলিয়ে গত আগস্ট প্রোটিয়াদের বিপক্ষে খেলা সিরিজের স্কোয়াডে ৪টি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। কেইগ ব্রাফেটের নেতৃত্বে পূর্ণ শক্তির দলে সিনক্লেয়ার ফিরেছেন আরেক স্পিনার ব্রাইন চার্লসের জায়গায়।  

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলেরই সর্বশেষ টেস্ট সিরিজ শেষ হয়েছে হার দিয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিবীয়রা হেরেছে ১-০ ব্যবধানে। আর একই প্রতিপক্ষের বিপক্ষেই ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।  

ওয়েস্ট ইন্ডিজের মতো বাংলাদেশ দলও গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়কে পাচ্ছে না। চোটের কারণে ছিটকে গেছেন মুশফিকুর রহিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ২২ নভেম্বর, নর্থ সাউন্ডে। আর ৩০ নভেম্বর কিংস্টনে শুরু হবে দ্বিতীয় ম্যাচ।

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড: ক্রেইগ ব্রাফেট, জশুয়া ড সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, টেভিন ইমালচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জেইডেন সিলস, কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিকান।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।