ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

চোটে খেলা হচ্ছে না শান্তর, ছিটকে গেলেন ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ থেকেও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
চোটে খেলা হচ্ছে না শান্তর, ছিটকে গেলেন ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ থেকেও

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে হেরে গিয়েছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচটি জিতে সমতা ফেরায়।

আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচের আগে ধাক্কা খেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে থাকছেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ধাক্কা অবশ্য এতটুকুই নয়। কুঁচকির চোটে অধিনায়ক শান্ত থাকছেন না এই মাসেই শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজেও। সোমবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-।

গত শনিবার আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের সময় ইনজুরিতে পড়েন শান্ত। পরে এমআরআই রিপোর্টে জানা গেছে, বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে শান্তকে। আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে তো বটেই, খেলতে পারবেন না ক্যারিবীয়দের বিপক্ষে টেস্টেও।  

এ নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘গতকাল শারজাহতে শান্তর এমআরই করা হয়। আমরা দলের ফিজিও এবং স্ক্যান রিপোর্ট পেয়েছি, তাতে নিশ্চিত হওয়া গেছে তার বাঁ কুঁচকিতে গ্রেড টু ধরনের স্ট্রেইন হয়েছে। ’

‘এখন তার বিশ্রাম ও পুনর্বাসন দরকার হবে। আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে পারবেন না তিনি। দুই সপ্তাহ পর আমরা আবারও তার অবস্থা পর্যবেক্ষণ করব। আমিরাত থেকে দেশে ফিরে সে তার পুনর্বাসন শুরু করবে। ’

বাংলাদেশ সময় : ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।