ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু, প্রথম ম্যাচে বিজয়ী লাল দল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু, প্রথম ম্যাচে বিজয়ী লাল দল

বগুড়া: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

রোববার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল ও আশরাফুল ইসলাম।

টুর্নামেন্টে আটটি জেলার ২০টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে সবুজ দলে রয়েছে রাজশাহী, রাজশাহী মহানগর, পাবনা, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলা।  

লাল দলে রয়েছে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলা।
 
বগুড়ায় উদ্বোধনী ম্যাচে টসে জিতে রাজশাহী সবুজ দল ফিল্ডিং বেছে নেয়। রাজশাহীর লাল দল ব্যাট করতে নামে।

লাল দল নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৩৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে নাঈম আহম্মেদ অপরাজিত ৩৮ এবং কামরান হাফিজ ডিকি অপরাজিত ২১ রান করেন। এছাড়া রহমত আলীর ব্যাট থেকে আসে ২৫ রান।  

রাজশাহী সবুজ দলের ফরহাদ রেজা, রনি এবং নাঈম জুনিয়র একটি করে উইকেট শিকার করেন।

জবাবে রাজশাহী সবুজ দল ১৮.৪ ওভারে ১০৫ রানে অল আউট হয়ে যায়। ৩৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল দল। দলের পক্ষে সাইফুল ইসলাম ৩২, সুজন হাওলাদার ১৬ ফরহাদ রেজা ১৪ রান করেন।  

রাজশাহী লাল দলের বোলার লিমন হোসেন তিনটি, একারামুজ্জামান দুটি ও ফাহিম আহম্মেদ দুটি করে উইকেট তুলে নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলকিপার আমিনুল হক, বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক ও জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু, সদস্য সচিব দেবব্রত পাল, বিএনপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হাসান চন্দন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, আলী আসগর তালুকদার হেনা, মীর শাহে আলম, ডা. ইব্রাহিম খলিল, সহিদ উন-নবী সালাম, কে এম খায়রুল বাশারসহ অনেকে।

এছাড়া মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ চান্দুর ভাই এবং চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে শহীদ সেলিমের পরিবারের প্রতিনিধি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন।

জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু জানান, সারা দেশে বিএনপির ১০টি সাংগঠনিক বিভাগের ২০টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। টি-টোয়েন্টি ফরমেটের এ টুর্নামেন্টের প্রথম পর্বে বিজয়ী ১০টি দল এবং ঢাকা সিটি নর্থ ও সাউথের দুটি দল নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। ১৯ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

এদিকে দীর্ঘদিন পর এ টুর্নামেন্টকে কেন্দ্র করে যেন দর্শকদের ঢল নামে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে৷ কয়েক হাজার দর্শক বিশেষ করে নারী, শিশু ও কিশোররা উপভোগ করেন এ টুর্নামেন্ট।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
কেইউএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।