ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

আমার উইকেটই পার্থক্য গড়ে দিয়েছে : শান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
আমার উইকেটই পার্থক্য গড়ে দিয়েছে : শান্ত

হুট করেই যেন ছন্দপতন। ২৩৫ রান তাড়ায় নেমে ২ উইকেট হারিয়েই ১২০ রান করে ফেলেছিল বাংলাদেশ।

তখন হাফ সেঞ্চুরির দিকে ছুটছিলেন থিতু হয়ে যাওয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু তিনি আউট হওয়ার পর নাটকীয় ধসে ম্যাচই হেরে বসে বাংলাদেশ।  

শেষ ৭ উইকেটের বিনিময়ে কেবল ১১ রান তুলতে পারে টাইগাররা। তাই ম্যাচও হারতে হয় বেশ বাজেভাবে। এ ম্যাচের পর নিজের দায়ই স্বীকার করে নিয়েছেন তিনি। তার আউটই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মনে করেন শান্ত।  

তিনি বলেন, ‘আমার মনে হয়, আমার উইকেটই আজকের ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। কারণ আমি থিতু হয়ে গিয়েছিলাম। এছাড়া মিরাজ, সৌম্য, আমি ৩০-৪০ রান করে আউট হয়েছি। এই ধরনের কন্ডিশনে আরও লম্বা সময় ব্যাট করা প্রয়োজন ছিল। আজকের ব্যাটিংয়ে এটিই ছিল মূল সমস্যা। ’

বাংলাদেশে এ ম্যাচে অনেকটা একাই ধসিয়ে দেন তরুণ স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফর। তার ঘূর্ণিতেই খেই হারান ব্যাটাররা। একাই ছয় উইকেট তুলে নেন গজনফার। ম্যাচশেষে তার প্রশংসাও করেন শান্ত।  

তিনি বলেন, ‘আফগানিস্তানের সবসময়ই অনেক রহস্য-স্পিনার থাকে। তবে তাদের সবাই খুব ভালো বল করেছে, বিশেষ করেই ওই ছেলেটি (গজনফর) সত্যিই ভালো করেছে। ’

‘আমাদের শুরুটা ভালো হয়েছিল। প্রথম ১৫-২০ ওভার আমরা খুবই ভালো বোলিং করেছি। তবে মাঝের সময়টায় আমরা পরিকল্পনার বাস্তবায়ন করতে পারিনি আমরা। উইকেটে বাউন্স ছিল নিচু। আমাদের কেবল প্রয়োজন ছিল লম্বা সময় ধরে সঠিক জায়গায় বল রেখে যাওয়া। ’

বাংলাদেশ সময় : ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।