ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

জাদেজা-সুন্দরের ঘূর্ণির পরও দিনটি ভারতের নয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
জাদেজা-সুন্দরের ঘূর্ণির পরও দিনটি ভারতের নয়

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম দিন থেকেই স্পিন ধরতে শুরু করেছে পিচে। রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের ঘূর্ণিতে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ২৩৫ রানে গুটিয়ে দিয়েছে ভারত।

কিন্তু দিনশেষে সুবিধাজনক অবস্থানে নেই স্বাগতিকরাও। ৪ উইকেট হারিয়ে ৮৬ রান নিয়ে আগামীকাল সকালের অপেক্ষায় শেষ করেছে খেলা।

শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নামে সিরিজ আগেই নিশ্চিত করা নিউজিল্যান্ড। ড্যারিল মিচেল ও উইল ইয়াং বাদে কোনো ব্যাটারই বেশিক্ষণ থিতু হতে পারেননি। জাদেজা-সুন্দরের স্পিনে ধরাশায়ী হন তারা। ভারতের হয়ে ৬৫ রান দিয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন জাদেজা। ৮১ রান খরচে ৪ উইকেট শিকার করেন সুন্দর, বাকি একটি উইকেট আকাশ দীপের।

কিউইদের হয়ে ১২৯ বলে সর্বোচ্চ ৮২ রান করেন মিচেল। এছাড়া ১৩৮ বলে ৭১ রান আসে ইয়াংয়ের ব্যাট থেকে।

পরে ব্যাটিংয়ে নেমে অস্বস্তিতে পড়েছে ভারতও। অধিনায়ক রোহিত শর্মা (১৮) সাজঘরে ফেরার পর শুভমান গিলকে নিয়ে ৫৩ রানের জুটি গড়েন যশস্বী জয়সওয়াল। কিন্তু ১৮তম ওভারে পরপর দুই বলে জয়সওয়াল (৩০) ও মোহাম্মদ সিরাজকে ফেরান এজাজ প্যাটেল।  

পরের ওভারে অহেতুক রান আউট হন বিরাট কোহলি (৪)। রাচিন রবীন্দ্রর বলে দৌড়ে এক রান নেওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু মিড অন থেকে সরাসরি উইকেট ভেঙে দেন ম্যাট হেনরি। দিনের শেষে এমন আউট ভারতের জন্য বেশ পীড়াদায়কই বটে। গিল ৩১ ও ঋষভ পন্ত ১ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।