ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

৪৮ রানে ৮ উইকেট নেই বাংলাদেশের! 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
৪৮ রানে ৮ উইকেট নেই বাংলাদেশের!  ছবি: সোহেল সরওয়ার

বোলারদের ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখে ব্যাটাররাও। দ্বিতীয় দিনের শেষদিকে ব্যাট করতে এসে ৪ উইকেটই হারিয়ে ফেলে বাংলাদেশ।

আর তৃতীয় দিনের শুরুতে এই তালিকা হয় আরও লম্বা। কাগিসো রাবাদার দারুণ বোলিংয়ে এদিন ১০ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।  

৩৮ রানে ৪ উইকেট হারিয়ে তৃতীয় দিন শুরু করা বাংলাদেশের হয়ে ফের ব্যর্থ হন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। রাবাদার আউটসাইড অফের বল শান্তর ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেরক্ষক ভেরেইনার হাতে। স্রেফ ৯ রানে সাজঘরে ফেরেন বাংলাদেশি অধিনায়ক।  

সাতে নামা মুশফিকুর রহিম কেবল খেলতে পারেন দুই বল। ড্যান পিটারসনের বল স্কয়ার লেগে টনি ডি জর্জির হাতে ক্যাচ তুলে তিনি বিদায় নেন শূন্য রানে। পরের ওভারের প্রথম বলে রাবাদার ডেলিভারি ভেরেইনার হাতে তুলে ১ রানে বিদায় নেন মেহেদি হাসান মিরাজ। তৃতীয় বলে এলবিডব্লিউ হয়ে শূন্য রানে উইকেট হারান অভিষেক হওয়া মাহিদুল ইসলাম অঙ্কন।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভারে ৮ উইকেটে ৮১ রান করেছে বাংলাদেশ। ক্রিজে ২৬ রানে অপরাজিত আছেন মুমিনুল হক। অপরপ্রান্তে ১৩ রান নিয়ে ব্যাট করছেন তাইজুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।