ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবের দলে ফেরার সম্ভাবনা নিয়ে যা বললেন বিসিবি প্রধান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
সাকিবের দলে ফেরার সম্ভাবনা নিয়ে যা বললেন বিসিবি প্রধান

জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার স্বপ্ন পূরণ হয়নি সাকিব আল হাসানের। ঘরের মাঠ মিরপুরে সেই টেস্ট খেলার প্রস্তুতিও নিয়েছিলেন তিনি।

কিন্তু শেষ পর্যন্ত নিরাপত্তা ইস্যুতে আটকে যায় তার ফেরা। তবে এখনও জাতীয় দলের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়নি। শোনা যাচ্ছে, বিদেশের মাটিতে দেশের হয়ে খেলা চালিয়ে যেতে পারেন তিনি।  

এবার এসব বিষয় নিয়ে মুখ খুলেছেন বিসিবি প্রধান ফারুক আহমেদ। তিনি আজ মিরপুরে বিসিবির বৈঠক শেষে সাকিব ইস্যুতে কথা বলেছেন। জানিয়েছেন, সাকিবের বিদায়ী টেস্ট খেলতে না পারার পেছনে বিসিবির কোনো ভূমিকা নেই। পুরোটাই সরকারের সিদ্ধান্ত ছিল এটি। ফারুক বলেন, “(সাকিব) শেষ টেস্ট খেলতে ফিরতে পারেনি… আমরা কোনোভাবে জড়িত নই এই ব্যাপারটায়। এটা হলো আইনশৃঙ্খলা বাহিনী, সরকার ও সাকিব আল হাসান (তাদের ব্যাপার)..। এখানে আমাদের পুরোপুরি অক্সিলারি একটা পার্ট নেওয়ার কথা ছিল। আমি ব্যক্তিগতভাবে আপনাদের সামনে যত কথাই বলি, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি যাতে সাকিব আল হাসান দেশ থেকে অবসরে যেতে পারে। আমার চেষ্টা আমি করেছি। ”

তিনি আরও বলেন, “কিন্তু সাকিব এখন শুধু একজন খেলোয়াড় নয়। তার একটা পরিচয় আছে যে, গত সরকারের একজন এমপি ছিল এবং কিছু সেন্টিমেন্ট আছে (তাকে নিয়ে)। সব মিলিয়ে সরকারের দৃষ্টিকোণ ও ক্রিকেট বোর্ডের দৃষ্টিকোণ তো এক নয়। ”

দেশের ক্রিকেটে সাকিবের অবদানের কথা স্মরণ করে ফারুক বলেন, “আমি সাবেক ক্রিকেটার হিসেবে মনে করেছি যে, একটা ছেলে ১৭ বছর ক্রিকেট খেলেছে, সে একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বাংলাদেশের জন্য অনেক করেছে, এজন্য আম মনে করেছি, এটা (দেশ থেকে অবসর) হলে ভালো হতো। কিন্তু সঙ্গে অন্য জিনিসগুলোও তো দেখতে হবে আপনার। ওই জিনিসগুলো মিলিয়ে শেষ মুহূর্তে সে আসতে পারেনি, এটার ব্যাপারে বোর্ডের কিছু করার ছিল না। এটা পুরোপুরি আইনগত ব্যাপার এবং আইনশৃঙ্খলা বাহিনী এতে জড়িত আছে। সুতরাং এটা সাকিব ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপার ছিল। বোর্ড এটার অংশ ছিল না। সে এলে বোর্ডের যতটুকু ক্ষমতা আমরা তাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতাম। যেহেতু সে আসেনি, এটা নিয়ে আর কথা বলে লাভ নেই। ”

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশে। তবে সেই সিরিজে অনিশ্চিত সাকিবের খেলা। যদিও ডাকলে খেলার জন্য প্রস্তুত আছেন বলে জানিয়েছেন সাকিব। কিন্তু বিসিবির কয়েকজন কর্মকর্তা মনে করেন, সাকিবকে দলে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। যেহেতু সরকারের পট-পরিবর্তনের পর দেশের বাইরে থেকেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। আজ এ নিয়ে বিসিবি প্রধান বলেন, “সাকিব আল হাসানের ব্যাপারটা… এখনও যেহেতু দল দেয়নি (ঘোষণা হয়নি), আমার মনে হয় অ্যাভেইলেবল আছে সে। ”

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।