ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

‘দুর্ভাগ্যজনক’, বাংলাদেশের মাঠের বাইরের আলোচনা নিয়ে মার্করাম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
‘দুর্ভাগ্যজনক’, বাংলাদেশের মাঠের বাইরের আলোচনা নিয়ে মার্করাম

টেম্বা বাভুমার চোটে বাংলাদেশ সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব পান এইডেন মার্করাম। নেতৃত্ব নিয়ে ১০ বছর পর উপমহাদেশে দলকে জয় এনে দিয়েছেন।

অনেকটা অনুমিতভাবেই তাই তাদের শিবিরে স্বস্তির হাওয়া। কিন্তু বাংলাদেশ দল যেন অনেকটাই বিপরীত।  

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর টানা তিন ম্যাচে পর্যুদস্ত হয়েছে তারা। এর বাইরে মাঠের বিভিন্ন বিষয় তো আছে। সিরিজ শুরুর আগে সাকিব আল হাসান ফিরবেন কি না এ নিয়ে, এখন সামনে এসেছে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ইস্যু। প্রতিপক্ষের এমন টালমাটাল অবস্থা নিয়ে কী ভাবনা মার্করামের? 

তিনি বলেন, ‘এটাতে আমরা খুব বেশি মনোযোগ দিচ্ছি না সত্যি বলতে। আমাদের দলের পুরোপুরি বাইরের ব্যাপার এসব। আমরা সবসময় এমন একটা দল, যারা নিজেদের পরিবেশ শক্তিশালী ও স্বাস্থ্যকর রাখতে ও ম্যাচের সময় পারফর্ম করতে তৈরি থাকি। ’ 

‘আমরা যেহেতু জানি, পারফরম্যান্সটা নিশ্চিত কিছু না কিন্তু আমরা অন্তত পরিবেশটা ভালো রাখতে পারি। বাংলাদেশ দল যা কিছুর ভেতর দিয়েই যাচ্ছে, তা দুর্ভাগ্যজনক আর এটাতে আমাদের কিছুই করার নেই। আমরা চেষ্টা করবো ভালো ক্রিকেট খেলার, এরপর দেখা যাক পাঁচদিন পর কী হয়। ’

মার্করাম নিজেদের দিকেই নজর রাখতে চান। কিন্তু প্রতিপক্ষ যখন মাঠের বাইরের বিভিন্ন ইস্যুতে ব্যস্ত থাকে, সেটা কি প্রতিপক্ষ হিসেবে বাড়তি সুবিধা দেয়? এমন প্রশ্নও ছিল প্রোটিয়া অধিনায়কের কাছে।

এ নিয়ে মার্করাম বলেন, ‘আমার সত্যি বলতে কোনো ধারণাই নেই। আমি নিশ্চিত না পরিবেশটা কেমন আর ওখানে কী হচ্ছে। এ ধরনের বিষয় আমার মন্তব্য করার মতো না যে এটা কোনো সুবিধা দেবে কি না। কিন্তু একই সঙ্গে, আমাদের মনোযোগ নিজেদের দলে ও ভালো ক্রিকেট খেলার চেষ্টার দিকেই আছে। ’

শুরুতে প্রথম টেস্টেই অধিনায়কত্ব করার কথা ছিল মার্করামের। কিন্তু বাভুমা চোট থেকে সেরে না উঠায় দ্বিতীয় টেস্টেও নেতৃত্ব দেবেন তিনি। এখন তার সামনে হাতছানি দিচ্ছে সিরিজ জয়ও। অধিনায়কত্ব কতটা উপভোগ করছেন?

মার্করাম বলেন, ‘এটা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য কিন্তু সত্যিই দারুণ ব্যাপার। এটা সবসময় বিশেষ ব্যাপার দলকে নেতৃত্ব দেওয়ার বিশেষত টেস্ট ম্যাচে। আমি পুরোপুরি উপভোগ করেছি। অবশ্যই এখানকার কন্ডিশন দক্ষিণ আফ্রিকার চেয়ে একদমই আলাদা, এটা দারুণ খেলায় অধিনায়ক হিসেবে প্রভাব রাখার চেষ্টা করা। কিন্তু দিনশেষে আমাদের খেলোয়াড়রাই তফাৎ গড়ে দেয়। ’

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।