ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

নাটকীয় ধসে এক রানেই পড়ে গেল ৮ উইকেট!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
নাটকীয় ধসে এক রানেই পড়ে গেল ৮ উইকেট!

এক রানেই ৮ উইকেট নেই! শুনতে অবিশ্বাস্যই লাগবে। কিন্তু অস্ট্রেলিয়ার ওয়ানডে কাপে এমনটাই ঘটেছে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সঙ্গে।

তাসমানিয়ার বিপক্ষে ৫৩ রানেই অলআউট হয়ে যায় তারা। কিন্তু ২ উইকেট হারিয়ে ৫২ রান পর্যন্ত করেছিল তারা। এরপরই এক রানের ব্যবধানে সেই নাটকীয় ধস।

পার্থের ওয়াকায় সেই রান ৭ উইকেট হাতে রেখেই পাড়ি দেয় তাসমানিয়া। যদিও তারা সেই তিন উইকেট হারিয়েছে এক রানের ব্যবধানেই। সেই এক রান এসেছে ওয়াইড থেকে।

পেশাদার ক্রিকেটে এর চেয়ে বাজে ব্যাটিং ধসের ঘটনা খুব কমই আছে। ১৬তম ওভার পর্যন্ত ৮ উইকেট হাতে ছিল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার। কিন্তু এরপর তাদের অলআউট হতে মাত্র ২৮ বল লাগে। তাসমানিয়ার হয়ে ৬ ওভারে ১৭ রান খরচে ৬ উইকেট শিকার করেছেন বেয়াউ ওয়েবস্টার। এছাড়া ১২ রানে ৩ উইকেট নেন বিলি স্টানলেক। বাকি একটি উইকেট যায় টম রজার্সের খাতায়।

প্রথম চার ব্যাটার ছাড়া ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে আর কেউই রানের খাতা খুলতে পারেননি। ছয়জন ডাক মেরে আউট হলেও একজন ছিলেন অপরাজিত ছিলেন শূন্য রানে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।