ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

ক্রিকেট

দুর্নীতির দায়ে পাঁচ বছর নিষিদ্ধ আফগান ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৪
দুর্নীতির দায়ে পাঁচ বছর নিষিদ্ধ আফগান ক্রিকেটার

ম্যাচ ফিক্সিংসহ আরও কয়েকটি দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন আফগানিস্তানের ক্রিকেটার ইহসানুল্লাহ জানাত।  

আজ আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়েছে।

 

এ বছরের কাবুল প্রিমিয়ার লিগে খেলার সময় এসিবি ও আইসিসির দুর্নীতি-বিরোধী কোড ভাঙার অভিযোগ উঠেছিল জানাতের বিরুদ্ধে। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ তাকে নিষিদ্ধ করা হলো।

জানাতের বিরুদ্ধে আইসিসির দুর্নীতি-বিরোধী কোডের ২.১.১ ধারা ভঙ্গের অভিযোগ উঠেছিল। তদন্তে যার সত্যতা পাওয়া যায়। ২০২২ সাল থেকে আফগানিস্তান জাতীয় দলের বাইরে থাকা জানাত পরে দুর্নীতিতে জড়িত থাকার ব্যাপারটি স্বীকার করেছেন।  

আরেক আফগান ক্রিকেটার নওরোজ মঙ্গলের ভাই ইহসানুল্লাহ জাতীয় দলের জার্সিতে ৩টি টেস্ট, ১৬টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলেছেন। সর্বশেষ তাকে খেলতে দেখা গেছে কাবুল প্রিমিয়ার লিগে শামশাদ ঈগলসের হয়ে। যেখানে চার ইনিংসে মাত্র ৭২ রান করেছেন তিনি। তার দল ছয় দলের মধ্যে শেষ অবস্থানে থেকে আসর শেষ করে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।