ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ এইচপিকে গুঁড়িয়ে সিরিজ জিতলো পাকিস্তান শাহিনস

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
বাংলাদেশ এইচপিকে গুঁড়িয়ে সিরিজ জিতলো পাকিস্তান শাহিনস

ম্যাচের অর্ধেক ওভারও টিকতে পারলো না বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। রান করতে পারলো না একশও।

আগে ব্যাট করে তাদের এমন অবস্থার পর সহজ জয়ই পেয়েছে পাকিস্তান শাহিনস।  

মঙ্গলবার অস্ট্রেলিয়ায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে বাংলাদেশ এইচপিকে ৮ উইকেটে হারিয়েছে তারা। শুরুতে ব্যাট করে ২৪ ওভার ৩ বল খেলে ৭৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ এইচপি। ওই রান ১৭ ওভারে তাড়া করে ফেলে পাকিস্তান। প্রথম ম্যাচ জিতলেও টানা দুটি হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ।

শুরুতে ব্যাট করা বাংলাদেশ এইচপির হয়ে সর্বোচ্চ ৩০ বলে ১৮ রান করেন পারভেজ হোসেন ইমন। এছাড়া মাহফিজুর রহমান রাব্বি ২৬ বলে ১২ ও শামীম হোসেন পাটোয়ারী ২৩ বলে ১৩ রান করেন। পাকিস্তান শাহিনসের হয়ে ৮ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন মোহাম্মদ ইমরান জুনিয়র।  

পরে এই রান তাড়া করতে নেমে দুই ওপেনারকে অল্পতেই হারায় পাকিস্তান শাহিনস। ৭ বলে শূন্য রান করে শাহিবজাদা ফারহান ও ১৫ বলে ১২ রান করেন আব্দুল ফাসেহ রিপন মণ্ডলের বলে আউট হন। তবে ৪৫ বলে ৩৯ রান করে উসমান খান ও ৩৬ বলে ১৭ রান করে তাইয়েব তাহির দলের জয় নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।