ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ক্রিকেট

দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল ভারত

প্রথম টি-টোয়েন্টিতে হারের ক্ষত শুকিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত।  দাপুটে জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে সফরকারীরা।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাদের কাছে ১০০ রানে হেরেছে জিম্বাবুয়ে।

হারারেতে টস জিতে ব্যাট করতে নেমে ২ উইকেটে ২৩৪ রানের পাহাড় গড়ে ভারত। অভিষেকে ডাক মারলেও দ্বিতীয় ম্যাচে বিস্ফোরক সেঞ্চুরি তুলে নেন অভিষেক শর্মা। ৪৭ বলে ৭ চার ও ৮ ছক্কায় ১০০ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার। ৮২ রান থেকে টানা তিন ছক্কা সেঞ্চুরি পূরণ করেন তিনি।  এর আগে অধিনায়ক শুভমান গিল মাত্র ২ রানে আউট হন। অবিচ্ছিন্ন  ৮৭ রানের জুটিতে শেষের কাজটা করেন রুতরাজ গায়কোয়াড় ও রিংকু সিং।

গায়কোয়াড় ৪৭ বলে ১১ চার ও ১ ছক্কায় ৭৭ রান  এবং রিংকু ২২ বলে ২ চার ও ৫ ছক্কায় ৪৮ রানে অপরাজিত থাকেন।

তাড়া করতে নেমে মাত্র ১৩৪ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। দলটির হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ওয়েসলি মাধেভেরে। ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন মুকেশ কুমার ও আভেশ খান। এছাড়া দুই উইকেট শিকার রবি বিষ্ণোইয়ের।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।